শেষ বয়সে মেয়ে চেয়ে বিজ্ঞাপন


প্রকাশিত: ০৪:০৪ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

জীবনের শেষ বয়সে এসে নিজেকে দেখাশোনার জন্য এবং নিজের উত্তরাধিকারী বানানো জন্য একটি হৃদয়বান মেয়ে চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন ৬৮ বছর বয়সী এক চীনা নাগরিক।

নাম লিও গুইলিং। তিনি পেশায় একজন চিকিৎসক। তার মালিকানায় রয়েছে একটি ক্লিনিক, চারটি বাড়ি। কিন্তু কোনো সন্তান নেই এই নাগরিকের। স্বামী থাকলেও তিনিও শারীরিকভাবে অচল।

আর তাই সম্পদের উত্তরাধিকার হওয়ার জন্য একজন প্রাপ্তবয়স্ক মেয়ে চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন এই দম্পতি। চীনের পূর্বাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেঙঝু শহরে একটি চাকরিকেন্দ্রের কাছে এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন লেখা হয়েছে, তিনি ৪০ বছরের নিচের একজন হৃদয়বান নারীকে খুঁজছেন, যাকে তার উত্তরাধিকারি করতে চান। বিজ্ঞাপনটি সবার দৃষ্টি কেড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সাড়া জাগিয়েছে।

দ্য শাংডুডটকম নামে একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে লিও বলেন, তিনি এমন একজনকে চান, যে ঠিক মেয়ের মতো তাকে দেখতে আসবে এবং যে তার শর্তগুলো পূরণ করতে পারবে, সে তার দুটি বাড়ি এবং ক্লিনিকের উত্তরাধিকারী হবে। সূত্র : বিবিসি

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।