সকালেও গোসলখানায় পড়ে গিয়েছিলেন সাবিনা

রাতে গানের মঞ্চে, আজ সকালে গোসলখানায়। দুবার মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গত রাতে ছাড়লেও আজ আর চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরতে দেননি। চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শিরোনামে এক অনুষ্ঠানে গাইতে ওঠেন সাবিনা ইয়াসমিন। মাথা ঘুরে পড়ে গেলে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা ও সাধারণ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে বাড়ি ফিরিয়ে দেন চিকিৎসকেরা। কিন্তু আজ সকালেও একই ঘটনা ঘটে।
সাবিনা ইয়াসমিনের পারিবারিক বন্ধু গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার জাগো নিউজকে জানান, আজ (১ ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি মাথা ঘুরে গোসলখানায় পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা দ্রুত তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেন। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর অবশ্য সাবিনার গুরুতর কোনো সমস্যা পাননি তারা। পরপর দুবার মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণ কী? চিকিৎসকেরা মনে করছেন তার ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ আরও কিছু শারীরিক জটিলতা থাকায় এই ঘটনা ঘটে থাকতে পারে।
চিকিৎসকেরা জানিয়েছেন, সাবিনা ইয়াসমিনকে কদিন পর্যবেক্ষণে রেখে দেখতে চান। সে কারণেই তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তার সর্বশেষ অবস্থা জানা যাবে।
এক বছরেরও বেশি সময় ধরে গানে বিরতি নিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। এই সময়ে তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। প্রথম ২০০৭ সালে তার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আবারো গান শুরু করেছিলেন তিনি। মাঝে বিশ্বের কয়েকটি দেশের প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত অনুষ্ঠানগুলোয় গান করেছেন তিনি।
- আরও পড়ুন:
- মঞ্চ থেকে হাসপাতালে সাবিনা ইয়াসমিন, অবশেষে বাসায়
- চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমিন
গত বছরের ফেব্রুয়ারি মাসে নতুন করে তার শরীরে ক্যানসার ফিরে আসে। সেবার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ফিরেছিলেন তিনি। তবে তাকে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছিল।
দশ হাজারেও বেশি গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন। গীতিকার নয়ীম গহরের লেখা ও সুরকার আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গান ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ একাত্তরের রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল।
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু গানের পাশাপাশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে সব শ্রেণির শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাবিনা ইয়াসমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সংগীতে অবদানের জন্য ১৯৮৪ সালে তিনি একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার ও ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
এমএমএফ/আরএমডি