চলে গেলেন ‘আ টিয়ার্স গো বাই’ গায়িকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫
মারিয়ান ফেইথফুল। ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

চলে গেলেন ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। গতকাল লন্ডনে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শিল্পীর মুখপাত্র। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ‘আ টিয়ার্স গো বাই’ গানটির জন্য তাকে বিশেষভাবে মনে রাখবেন গত শতকের ষাটের দশকের সংগীতপ্রেমীরা।

১৯৬৪ সালে সংগীতে ক্যারিয়ার শুরু করেন মারিয়ান। বলা চলে দ্য রোলিং স্টোন ব্যান্ডের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যাম তাকে আবিষ্কার করেছিলেন। মারিয়ানের জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেই থ রিচার্ডসের লেখা। মারিয়ানের আলোচিত আরও দুই গান হলো ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’ ও ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’।

বিজ্ঞাপন

গদারের সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম

মারিয়ানের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কণ্ঠশিল্পী, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তার পরিবার ও বিশ্বজুড়ে ছড়িয়ে ভক্তরা মারিয়ানের শূন্যতা অনুভব করবেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনের হ্যাম্পসটেডে জন্ম মারিয়ানের। ১৯৬৪ সালে দ্য রোলিং স্টোনের সঙ্গে কাজ শুরু করেন। নিজের নামে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। এরপর আরও ২১টি অ্যালবাম প্রকাশিত হয় তার। সর্বশেষ ‘শি ওয়াকস ইন বিউটি’ অবমুক্ত হয় ২০২১ সালে।

১৯৬৭ সালে আন্তন চেখভের গল্প অবলম্বনে এক মঞ্চনাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় মারিয়ানের। তবে তাকে আগে দেখা যায় বড় পর্দায়। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া জঁ-লুক গদারের ‘মেড ইন ইউএসএস’ ছবির একটি গানের দৃশ্যে অতিথি শিল্পী হিসেবে দেখা দিয়েছিলেন তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’।

আন্তন চেখভের গল্প অবলম্বনে মঞ্চনাটকে অভিনয় করেছিলেন মারিয়ান। ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ষাটের দশকে মিক জ্যাগারের সঙ্গে প্রেম ছিল মারিয়ানের। সাবেক প্রেমিকার মৃত্যুতে শোক জ্ঞাপন করে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘মারিয়ান ফেইথফুলের মৃত্যুর খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। অনেক দিন সে আবার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিল। সে যেমন ছিল খুব ভালো বন্ধু, দারুণ শিল্পী আর দুর্দান্ত অভিনেত্রী। তাকে ভোলা যাবে না।’

১৯৬৫ সালে ম্যাক্সিকান-ব্রিটিশ শিল্পী জন ডানবারকে বিয়ে করেন মারিয়ান। সেই সংসার ভাঙার পর আরও দুবার বিয়ে করেছিলেন মারিয়ান। কোনো সংসারই বেশিদিন টেকেনি তার।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।