গোপন বিয়ে নিয়ে আলোচনায় ভাবনা! (ভিডিও)

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৯ মে ২০১৬
ফটোগ্রাফার : মনজুরুল আলম

দীর্ঘদিন ধরে নির্মাতা অনিমেষ আইচের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সেই ধারাবাহিকতায় এবার তিনি গোপনে বিয়ে করেছেন। এমন গুঞ্জনে ভারি হয়েছে শোবিজের আকাশ। আর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনাও।

তবে সবকিছুই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন গুঞ্জনের নায়িকা ভাবনা। তিনি সম্প্রতি একটি ভিডিওতে তার প্রেম ও বিয়ে নিয়ে মানুষের অতি মাত্রায় কৌতুহলের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এই ভিডিওটি নিয়ে চলছে তোলপাড়।

ভিডিওতে ভাবনা বলেছেন, ‘মিডিয়ায় যারা কাজ করেন তাদের সাধারণ মানুষ অন্য আরেকটা জীব মনে করে, মানুষ না। মানুষ যখন উল্টা-পাল্টা কিছু বলে বা খবর শোনে তখন আমাদের পারিবারিক ও সামাজিকভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। এটা তারা একবারও ভাবেন না। যা তাদের মনে আসে তাই তারা প্রকাশ করেন, প্রচার করে বেড়ান। এটা অন্যায়। তাদের ভাবা উচিত, আমাদেরও পরিবার আছে, সমাজ আছে। কাজের জন্য আমাদের বাইরে থাকতে হয়। এমনিতেই পরিবারের লোকজন আমাদের নিয়ে চিন্তায় থাকে।’

তবে বিয়ে করেছেন কি না এ বিষয়ে পরিস্কার করে কিছুই বলেননি ভাবনা। বরং গুঞ্জন খানিকটা উস্কেই দিলেন বলা চলে। দুষ্টুমির ছলে ভাবনা আরো বলেন, ‘এ বিষয়ে আমি এপ্রোপ্রিয়েট কিছু বলতে চাই না। আমার নাম ভাবনা, মানুষ আমাকে নিয়ে ভাববে আমি এটাই চাই। মিডিয়াতে কাজ করতে গেলে প্রচারের জন্য তো কৌশলী হতেই হয়, তাই না।’

সবশেষে ভাবনা যোগ করেন, ‘যদি বিয়ে হয় নিশ্চয়ই আমি ফেসবুকে এমন একটা ছবি দিয়ে জানাব না। ও রকম কিছু হয় তাহলে আমি অবশ্যই জানাব। আমিতো লুকিয়ে কিছু করতে পছন্দ করি না।’

ভাবনা এখন অনিমেষ আইচ পরিচালিত ‘অশ্বডিম্ব’ নামে একটি সাত পর্বের নাটকে অভিনয় করছেন। এ ছাড়া ঈদের নাটক নিয়ে ব্যস্ত আছেন তিনি। মাসুদ সেজানের ওয়াও নাটকের সিক্যুয়েলে কাজ করছেন। আরও দু’টি সাত পর্বের ধারাবাহিকে কাজের কথা রয়েছে তার।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে ভাবনা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’।  অনিমেষ আইচ নির্মিত চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। তার বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে।

দেখুন ভাবনার ভিডিওটি :


এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।