ভিডিও করা বারণ: নিলয় আলমগীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
নিলয় আলমগীর, ছবি: ফেসবুক থেকে

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। বড়পর্দাতেও অভিনয় করেছেন। তার একটির পর একটি নাটক ভাইরাল হচ্ছে, এমনকি ট্রেন্ডিংয়েও থাকছে। তার ক্যারিয়ারও অনেকদিনের। একদশক ধরে এ অভিনেতার নাটক এবং বিজ্ঞাপন উপভোগ করে আসছেন ভক্ত-অনুরাগীরা। এখন নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন নিলয়। আজ (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেতা একটি সতর্কবার্তা দিয়েছেন।

আজ বিকেলে নিলয় আলমগীর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার সকল সম্মানিত ডিরেক্টর, ডিওপি, কো-আর্টিস্ট, মেক-আপ আর্টিস্ট, ফটোগ্রাফার, লাইট গ‍্যাফার, অ্যাসিস্ট‍্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন টিম, ক‍্যামেরা টিম, চ‍্যানেল কর্তৃপক্ষ এবং শুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে, এখন থেকে শুটিং চলাকালীন বা শুটিংয়ের বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস, রিলস্, শর্টস্ বা কোনো ধরনের ভিডিও করবেন না। ধন‍্যবাদ।’

বিজ্ঞাপন

নিলয় আলমগীর
নিলয় আলমগীর, ছবি: ফেসবুক থেকে

২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এ অভিনেতা। এরপরই টেলিভিশনের পর্দার নিয়মিত মুখ তিনি। পরবর্তী সময়ে মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নিলয় আলমগীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিলয় আলমগীর
নিলয় আলমগীর, ছবি: ফেসবুক থেকে

সর্বশেষ তার অভিনীত সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’। যেটি মুক্তি পায় ২০১৪ সালে। যদিও এরপর বড়পর্দায় তার দেখা মেলেনি আর। ছোটপর্দাতেই নিয়মিত নাটক করে যাচ্ছেন এ অভিনেতা। বর্তমানে টেলিভিশন নাটকের পাশাপাশি ইউটিউব নাটকেও নিলয়ের চাহিদা তুঙ্গে।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।