‘দিদি ভিডিও পাঠিয়ে দিন’, কামরাঙ্গীরচর থেকে অপু বিশ্বাসকে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
অপু বিশ্বাস ছবি: ফেসবুক থেকে

রাজধানীর কামরাঙ্গীরচরে রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাসকে বাধা দেওয়া হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়, জানিয়েছেন অভিনেত্রী নিজেই। গত মঙ্গলবার অপু বিশ্বাস জাগো নিউজের সঙ্গে ঘটনাটি ভাগাভাগি করেছেন। জানিয়েছে ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিওবার্তা।’

গত কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের অস্বস্তি ও অপতথ্য ছড়ানো হচ্ছে। বিনোদন অঙ্গনের তারকাদের বিভিন্ন অনুষ্ঠান ও পণ্যদূত হিসেবে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলে যে দাবি করা হচ্ছে, তা পুরোপুরি সঠিক নয়। এমনকি অপু বিশ্বাসের ঘটনার পর সামনে আসে পরীমনি ও মেহজাবীনকে বাধা দেওয়ার ঘটনা।

বিজ্ঞাপন

‘দিদি ভিডিও পাঠিয়ে দিন’অপু বিশ্বাস ছবি: ফেসবুক থেকে

গত মঙ্গলবার কী ঘটেছিল ঢাকার কামরাঙ্গীচরে? জানা গেছে ‘সোনার থালা’ নামে একটি রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউড তারকা অপু বিশ্বাসের। খবর ছড়ায় স্থানীয় ‘মুসল্লি’রা বিষয়টি জানতে পেরে সংঘটিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানান। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনা জানতে যোগাযোগ করা হলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে অপু বিশ্বাসের আসার কথা ছিল। তিনি সময় মতো আসেননি। এজন্য আমি ও রেস্টুরেন্ট মালিক মিলেই উদ্বোধন করেছি।’

‘দিদি ভিডিও পাঠিয়ে দিন’অপু বিশ্বাস ছবি: ফেসবুক থেকে

আমন্ত্রিত অতিথি অপু বিশ্বাস কেন যাননি? অপু বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বললো, আপু টাইম শেষ। আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ কিন্তু কেন? অপু বলেন, ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল। আমি তো এর আগেও একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে গিয়েছি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। এরপর তিনি এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়ে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি ব্যবসাসফল হলে আর পিছনে তাকাতে হয়নি অপুকে। এরপর সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একেরপর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছে তিনি।

‘দিদি ভিডিও পাঠিয়ে দিন’অপু বিশ্বাস ছবি: ফেসবুক থেকে

 

বিজ্ঞাপন

অভিনেতা শাকিব খানের সঙ্গে প্রেম, গোপনে বিয়ে, সন্তান জয়ের জন্ম ও তাদের লুকানো সংসারের খবর অপুর ফাঁস করে দেওয়ার ঘটনাগুলো জনপ্রিয় এ জুটির জীবন উল্টো স্রোতে বইয়ে দেয়। পরে অবশ্য দুজনার বিচ্ছেদও হয়ে যায়।

‘দিদি ভিডিও পাঠিয়ে দিন’অপু বিশ্বাস ছবি: ফেসবুক থেকে

‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজনা শুরু করেন অপু। ২০২১-২২ অর্থবছরে ছবিটির জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলেন তিনি। এটি অপু বিশ্বাস অভিনীত শেষ সিনেমা। এরপর ব্র্যান্ড-প্রোমোশন, নানান উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে হাজির হওয়ার পাশাপাশি ইউটিউব কনটেন্ট তৈরি, স্টেজ শো করছেন তিনি।

বিজ্ঞাপন

এমআই/আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।