১ দফা ১ দাবি চলচ্চিত্র-অংশীজনদের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বসে জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫

অন্তর্বর্তী সরকারের কাছে ১ দফা ১ দাবি জানিয়েছে চলচ্চিত্রের অংশীজনেরা। আগামী ৩ মাসের মধ্যে চলচ্চিত্রবিষয়ক স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করার দাবি জানিয়েছেন তারা। আজ (২৯ জানুয়ারি) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫-এ দাবি জানান চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে ‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’ প্রতিপাদ্যে একদিনের এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)। এতে অংশ নেন চলচ্চিত্রের শিক্ষক, শিক্ষার্থী, নির্মাতা, সাংবাদিক, চলচ্চিত্রকর্মী, অভিনয়শিল্পীসহ চলচ্চিত্রের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

সম্মেলনে উপস্থিত বক্তাদের কেউ কেউ মনে করেন, কেবল তথ্য মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্রের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। তা ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে গিয়ে এ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে দাপ্তরিক জটিলতাও বাড়ছে। তাই চলচ্চিত্রবিষয়ক স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের পাশাপাশি ‘চলচ্চিত্র সংস্কার কমিশন’ গঠনের মাধ্যমে অংশীজন প্রস্তাবিত সংস্কার, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয় সম্মেলনে।

সম্মেলনে অংশ নেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্মেলনে বেশ কিছু সংস্কার ও প্রস্তাব তুলে ধরেন অংশীজনেরা। সেসবের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সংস্কার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের গঠন পরিবর্তন, সিনেমার ডিজিটাল ডিস্ট্রিবিউশন, ইটিকেটিং সার্ভার ও বক্স-অফিস, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র, টিকিট শেয়ার মানি, চলচ্চিত্র শিক্ষার প্রসার, গাজীপুর ফিল্ম সিটি (সদ্য নাম বদলে ফেলা বঙ্গবন্ধু ফিল্ম সিটি), চলচ্চিত্র আমদানি-রপ্তানি উন্মুক্তকরণ, এন্টি-পাইরেসি সেল গঠন, চলচ্চিত্রে সরকারি বিনিয়োগসহ ছিল ১৮টির বেশি সংস্কার, কর্মপ্রস্তাবনা এবং দাবি।

চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন ও শিক্ষার্থীরা তাদের দাবি ও মতামত প্রকাশ করেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও আসেননি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও বিশেষ অতিথি উপদেষ্টা মাহফুজ আলম।

মোস্তফা সরয়ার ফারুকী, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমি ঘটনাচক্রে উপদেষ্টা হলেও আমি আসলে একজন চলচ্চিত্র নির্মাতা। সংস্কৃতি মন্ত্রণালয় চলচ্চিত্র সংস্কারে এবং তাকে প্রাধান্য দিতে এখনও ব্যর্থ। যখন আমি শুধু একজন নির্মাতা ছিলাম, তখন আমিও সরকারকে দোষারোপ করতাম, তবে সরকারের অন্তর্ভুক্ত হয়ে রিয়েলাইজ করেছি যে, প্রতিনিয়ত নানান বাধার সম্মুখীন হতে হয়। উপদেষ্টা হওয়ার পরও আমার ধারণা নেই যে, আমাদের দেশে কতজন ক্রু আছেন। আমিও বিশ্বাস করি, চলচ্চিত্রের আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। স্টেকহোল্ডারদের একটি নীলনকশা তৈরি করা উচিত, যার তত্ত্বাবধানে একটি কর্মশালার ব্যবস্থা করা হবে, যেটি হবে আমাদের চলচ্চিত্র সংস্কারে প্রথম ধাপ। বাংলাদেশ ফিল্ম অ্যাসোসিয়শনের কাছে আমার অনুরোধ, আপনারা রাস্তায় নামেন, আমাদের বাধ্য করেন যাতে আমরা কাজটা করি।’

তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির আহব্বায়ক ও বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আল আমিন রাকিব তনয়ের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাদমান শিহির। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জারিন তাসনিম রোজা। সম্মেলনের শুরুতেই জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এমআই/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।