পাকিস্তানে সর্বোচ্চ পারিশ্রমিক নেন যে অভিনেত্রীরা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানের বেশ কয়েকটি টিভি সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছে। এতে কাজ করা তারকারাও এদেশের দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। ‘তেরেবিন’, ‘জানে জাহান’, ‘ইশক মুরশিদ’সহ বেশ কয়েকটি পাকিস্তানি সিরিয়াল বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করেছে। এসব সিরিয়ালে অভিনয় করা তারকাদের মধ্যে হানিয়া আমির অন্যতম। শিশুশিল্পী সিমরিন লুবাবার কারণেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এ অভিনেত্রী ভাইরাল হয়েছিলেন। কারণ হানিয়া আমিরকে দেখতে নাকি অনেকটা লুবাবার মতো।

পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে হানিয়া আমিরের মতো বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন। সুনিপুণ অভিনয়ের কারণে তারা এখন নির্মাতাদের কাছে চাহিদার শীর্ষে। শুধু তাই নয়, তারা এখন সর্বোচ্চ পারিশ্রমিকও নিচ্ছেন। জেনে নেওয়া যাক পাকিস্তানের শোবিজে এই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া কয়েকজন অভিনেত্রী সম্পর্কে-

বিজ্ঞাপন

১. কুবরা খান: কুবরা খান পাকিস্তানি শোবিজের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীদের একজন। পর্দায় তার আবেদনময়ী উপস্থিতি এবং বৈচিত্র্যময় অভিনয়ের জন্য তিনি অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে এ অভিনেত্রী প্রতিটি নাটক ও সিরিয়ালের জন্য ৩৫ লাখ রুপি পারিশ্রমিক নেন। কুবরা ‘সাং-ই-মার মার’, ‘আলিফ আল্লাহ অর ইনসান’ এবং ‘সিনফ-ই-আহানের’ মতো নাটকে অভিনয় করেন।

২. মেহবিশ হায়াত: এ অভিনেত্রী শুধু টেলিভিশন নয়, পাকিস্তানি চলচ্চিত্রেও সুনাম কুড়িয়েছেন। তার ব্যতিক্রমী অভিনয় প্রতিভা এবং জনপ্রিয়তা তাকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের কাতারে নিয়ে এসেছে। কারণ তিনি প্রতিটি সিরিয়ালের প্রত্যেক পর্বে 8 লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক আদায় করেন। মেহবিশ ‘মেরি বেহান মায়া’ এবং ‘দিল লাগির’ মতো সুপার হিট নাটকে অভিনয়ের জন্য ভীষণ জনপ্রিয়তা লাভ করেন। টিভি ছাড়াও তিনি ‘পাঞ্জাব নাহি জাউঙ্গি’ এবং ‘লোড ওয়েডিং’র মতো সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 
 
 
View this post on Instagram

A post shared by Sajal Ali (@sajalaly)

৩. সাবা কামার: নতুন প্রজন্মের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন এ অভিনেত্রী। তিনি টিভি সিরিয়ালের প্রতিটি পর্বে ৩ থেকে ৪ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাঘি’, ‘চেখ’, ‘ডাইজেস্ট রাইটার’ এবং ‘মাত’।

 
 
 
View this post on Instagram

A post shared by MAWRA (@mawrellous)

৪. হানিয়া আমির: ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় চেহারার কারণে তরুণ দর্শকের হৃয় জয় করেছেন। পাকিস্তানি বিনোদন জগতে তিনি অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। প্রতি পর্বের জন্য তিনি ৩ থেকে ৪ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। হানিয়া ‘আনা’, ‘মুঝে পেয়ার হুয়া থা’ এবং ‘ইশকিযট’-এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নজরকাড়া হাসির জন্য বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত। বাংলাদেশেও তার অনেক অনুরাগী রয়েছে।

 
 
 
View this post on Instagram

A post shared by Bilal Abbas Khan (@bilalabbas_khan)

৫. মাহিরা খান: এ অভিনেত্রী শুধু পাকিস্তানে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত। তার ব্যতিক্রমী অভিনয়ের জন্য এরই মধ্যে তিনি নিজেকে নির্মাতাদের কাছে চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে পরিচিত করেন। প্রতি পর্বের জন্য এ অভিনেত্রী ৩ থেকে ৫ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নেন। তিনি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নাটক ‘হামসাফার’র মাধ্যমে অল্প সময়ের মধ্যে পরিচিতি পান। এছাড়া ‘বিন রয়’ এবং ‘সাদকায়ে তুমহারা’ সিরিয়ালে তিনি অভিনয় করে প্রশংসিত হন। বলিউড বাদশা শাহরুখ খানের সাথে ‘রইস’ সিনেমায় কাজ করার পর তিনি বিশ্বব্যাপী আলোচনায় আসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 
 
 
View this post on Instagram

A post shared by Bilal Abbas Khan (@bilalabbas_khan)

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।