৭ বছর পর মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

ছবিটি ২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছিল। দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘দায়মুক্তি’। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। এটি পরিচালনা করেছেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক বদিউল আলম খোকন।

অনুদানপ্রাপ্তির দীর্ঘ ৭ বছর পর ছবিটি মুক্তি পেতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পাবে ‌‘দায়মুক্তি’, নিশ্চিত করেছেন এর প্রযোজক জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

ছবিটির মুক্তির খবরে আনন্দিত আবুল হায়াত। তিনি বলেন, ‘আমি আর দিলারা ভাবী অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত আমার এই সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসাবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কি তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে।’

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক সাইমন সাদিক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি সেখান থেকে জানান, অনেক ভালোবাসা নিয়ে এ ছবিতে কাজ করেছেন। দীর্ঘদিন পর ছবিটি মুক্তি পাচ্ছে জেনে উচ্ছ্বসিত তিনি। আশা করছেন ছবিটি ভালো দর্শক পাবে।

এমআই/এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।