কান উৎসবের প্রদর্শনীতে প্রশংসিত আয়নাবাজি


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১৮ মে ২০১৬

ঢাকার রাস্তায় থেমেছে কয়েদিবাহী গাড়ি। ঝুম বৃষ্টির মাঝে ভোজবাজির মতো হয়ে গেল কয়েদি বদল। সেখানে দেখা গেল ‘আয়না’ নামের বিচিত্র পেশার একজনকে। আয়নার কাজ ধনী লোকদের বেশ ধারণ করে তাদের হয়ে জেল খাটা।

এটা হলো অমিতাভ রেজা পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের গল্প।

ফ্রান্সে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে গতকাল মঙ্গলবার (১৭ মে) প্রদর্শিত হলো বহুল আলোচিত ছবিটির। এটি ছিলো ‘আয়নাবাজি’র উদ্বোধনী প্রদর্শনী। গতকাল কান উৎসবের মার্কোদা ফিল্মের গ্রে থ্রি হলে ‘আয়নাবাজি’র কর্তৃপক্ষের নিজ উদ্যোগে ছবির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এর নির্মাতা অমিতাভ রেজা, সহপ্রযোজক-চিত্রনাট্যকার গাউসুল আলম শাওন ও প্রযোজক জিয়াউদ্দিন আদিল।

জানা গেছে, প্রদর্শনীটি দেখতে মার্কিন যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, ভারত, রোমানিয়া, তুরস্কসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন আধুনিক ও আন্তর্জাতিক মানের চলচ্চিত্র বাছাই করতে ও বাণিজ্যকরণের লক্ষে বিভিন্ন দেশে নির্মাতা, প্রযোজক ও বিনিয়োগকারীরা। তারা ছবিটির গল্প ও আয়না চরিত্রে চঞ্চল চৌধুরীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। সেইসঙ্গে তারা ছবিটির নির্মাণেরও প্রশংসা করেন।

প্রসঙ্গত, ‘আয়নাবাজি’ এরই মধ্যে কান ছাড়াও কানাডা, ইরান ও কায়রো চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রণ পেয়েছে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।