‘জেলার ২’ সিনেমার টিজারে রজনী ম্যাজিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিস কাঁপিয়েছিল। সেই সময় থেকেই আলোচনা শুরু হয়, কবে আসবে এর পরের কিস্তি। অবশেষে মুক্তি পেলো ‘জেলার ২’ সিনেমার টিজার। চার মিনিট সময়সীমার টিজারটি এরই মধ্যে ভক্তদের মন জিতে নিয়েছে।

‘জেলার ২’ পুরো টিজারেও রজনী তার ম্যাজিক দেখিয়েছেন। শুরুতে একের পর এক গুন্ডার আগমন ও পিঠে কুড়ুল গেঁথে মৃত্যু হয়। খানিক পরে রক্তার্ত সাদা জামা পরে বন্দুক ও তলোয়ার হাতে পর্দায় আসেন রজনী। শোনা যায় আগের ছবির আবহ। বাকি সময়জুড়েও তার রাজত্বের দেখা মেলে।

বিজ্ঞাপন

স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে। ভক্তদের দাবি, সিনেমাটি কেবল চলচ্চিত্রই নয়। বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নতুন প্রকাশ। অনেক নেটিজেন লিখেছেন, এমন কারিশমা কেবল রজনীকেই মানায়। তারা আরও দাবি করছেন এটি প্রথম তামিল সিনেমা হিসেবে বোধহয় হাজার কোটির ক্লাব অতিক্রম করবে।

নেলসনের পরিচালনায় ব্ল্যাক কমেডি অ্যাকশন ঘরানার সিনেমা ‘জেলার’র প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। সিনেমা ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। নতুন সিনেমায় কোন কোন তারকাকে দেখা যাবে তা দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা। কোনো কোনো গণমাধ্যম জানাচ্ছে, মোহনলাল ও শিবরাজ কুমার এ সিনেমায় ক্যামিও হিসেবে থাকবেন। পাশাপাশি তামিল অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণকেও দেখা যাবে শক্তিমান পুলিশ অফিসার রূপে। এখন থেকেই যেন শুরু হয়েছে সিনেমাটি মুক্তির ক্ষণ গগনা। যদিও এটি মুক্তি পাচ্ছে ২০২৬ সালে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখন চলছে ‘জেলার ২’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। আসলে রজনীর ছবি মানেই দাক্ষিণাত্যে সেদিন উৎসব। বেঙ্গালুরু, চেন্নাইয়ের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। সেই উন্মাদনার রেশই যেন মিলল টিজার মুক্তির পর।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।