পপগুরু আজম খানের গান নিয়ে ঈদের নাটক
‘আলাল ও দুলাল..আলাল ও দুলাল...তাদের বাবা হাজীচাঁন’ পপগুরু আজম খানের অত্যন্ত জনপ্রিয় এই গানটি নিয়ে এবার নির্মিত হচ্ছে ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘আলাল, দুলাল ও হাজীচাঁন’। মেজবাউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস। এতে হাজীচাঁনের ভূমিকায় অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ আর আলাল ও দুলালের ভূমিকায় নাঈম ও মিশু সাব্বির।
এছাড়াও নাটকে অভিনয় করেছেন শশী, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। নাটকটি জিটিভির ঈদ আয়োজনে ১ম দিন থেকে ষষ্ঠ দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে। নাটকের কাহিনীতে দেখা যাবে গুণধর দুই ছেলের কীর্তিকলাপ হাজীচাঁনকে ভাবায়। ক্যারাম বোর্ডের দোকান, কাল্টুমামার রঙ চায়ের দোকান, ছক্কুর গরুর দুধ চায়ের দোকান, টিক্কটুলীর পুকুরপাড়, অথবা পাতলা খান লেন কোথাও ছেলেদের খুঁজে পান না তিনি। সারাদিন বাদরামি করে ছেলেরা বাসায় আসলে বিচার করে হাজীচাঁন। এভাবেই চলে আলাল দুলাল আর হাজীচাঁনের কাহিনী।