নিপুণ ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন: জয়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

রীতিমতো বিপদে পড়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছিলেন তিনি। কিন্তু তাকে বিদেশে যেতে বাঁধা দেওয়া হলো কেন তা নিয়ে অনেকেই সন্দিহান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কি সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই সাবেক সাধারণ সম্পাদক ও নায়িকার দিকে?

যোগাযোগ করা হয় সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর সঙ্গে। জাগো নিউজের এমন প্রশ্নে জয় বলেন, ‘নিপুণ পরোক্ষভাবে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন সেটা সবাই জানে। তার পাশে কেন চলচ্চিত্র শিল্পী সমিতি থাকবে। তার নামে মামলা আছে। সে অনেক বাজে কাজ করেছে, যার জন্য শিল্পী সমিতিকে সাফার করতে হয়েছে।’

তবে তিনি সাহায্য চাইলে সমিতি তার পাশে দাঁড়াবে জানিয়ে জয় চৌধুরী বলেন, ‘কোনো শিল্পী যদি সাহায্য চান, সমিতি তার পাশে থাকবে। তবে সেটা হতে হবে ন্যায্য দাবির পক্ষে। সমিতি আগেও শিল্পীদের ন্যায্য দাবির পক্ষে ছিল।’

নিপুণ ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন: জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার নাম লেখাতে চেয়েছিলেন রাজনীতিতেও। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।

বিগত সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন নিপুণ। সরকারের প্রচারণামূলক বিভিন্ন অনুষ্ঠানের নিয়মিত মুখ ছিলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জিততে আওয়ামী লীগের প্রভাব খাটিয়েছেন বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল নিপুণের বিরুদ্ধে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে অভিনেতা জায়েদ খান আদালত অবমাননার মামলা করেছিলেন নিপুণের নামে।

নিপুণ ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন: জয়

গত বছর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের এক মাস পর ভোটের ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেন পরাজিত প্রার্থী অভিনেত্রী নিপুণ আক্তার। একইসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে ‘অশিক্ষিত’ ও ‘অযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন তিনি। নিপুণের এমন কাণ্ডে সমিতির তৎকালীন সহ-সভাপতি অভিনেতা ডিএ তায়েব জানান, নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে। চলচ্চিত্রের ১৯ সংগঠনের সঙ্গে সভা করে তায়েব জানিয়েছিলেন, নিপুণ আক্তারের নামে ৬৪ জেলায় মামলা হতে পারে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না নিপুণের। ধারণা করা হচ্ছিল, গোপনে দেশ ছেড়েছেন তিনি। তবে আজ সিলেট বিমানবন্দরে তার আটকের ঘটনায় জানা গেল, এতদিন তিনি দেশেই ছিলেন।

এমআই/আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।