১৩ বছর পর ‘সহজিয়া’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

শহুরে তরুণদের পরিচিত ব্যান্ড ‘সহজিয়া’। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাটে পারফরম্যান্সের মাধ্যমে যাত্রা শুরু হয় দলটির। ১৩ বছর পর আবারও কনসার্ট করছে ‘সহজিয়া’। প্রথমবারের মতো দলটির একক কনসার্ট অনুষ্ঠিত হবে আজ বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে।

গতকাল দলটির ইউটিউব চ্যানেল সহজিয়া অফিসিয়ালে অবমুক্ত করা হয়েছে নতুন গান। আজ কনসার্টে শোনানো হবে সহজিয়ার নতুন সেই গান ‘অভিনয়’। এই কনসার্টে নিজেদের প্রায় সব গান শোনাবে সহজিয়া। পাশাপাশি নিজেদের মিউজিক্যাল জার্নির গল্পও শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেবে। তিনঘণ্টা অন্য রকম এক আনন্দে ভাসিয়ে নেওয়া হবে শ্রোতাদের।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ বছরে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে গান গাওয়া হলেও এই প্রথম সহজিয়া ব্যান্ড তাদের একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে আসছে। অন্য কনসার্টে সবগুলো গান একসঙ্গে করার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু প্রথম একক কনসার্ট করতে এত সময় নিলেন কেন? জানতে চাইলে দলের ভোকাল রাজু বলেন, ‘নতুন গান করতে, মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে একটু সময় নিতে হয়েছে। পরের একক কনসার্ট হয়তো আরও দ্রুত করবো।’

‘ধ্যান’ শিরোনামে সহজিয়ার কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। গান শোনাবেন দলের পাঁচ সদস্য, ড্রামার শরফুদ্দিন রাব্বি, বেজ গিটারিস্ট জাফরি আবেদিন, লিড গিটারিস্ট সজীব হায়দার, রিদম গিটারিস্ট জাহিদুল ইসলাম শিমুল এবং ভোকাল রাজু। কনসার্টের আয়োজন করেছে ‘ইভেন্টহোলিক’। টিকেট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে এবং অ্যাকোস্টিকা ও হেভি মেটাল টি-শার্ট এর ঢাকার সবগুলো শাখায়। এখন পর্যন্ত সহজিয়া ‘রংমিস্ত্রি’ ও ‘ঘোড়া’ শিরোনামে দুটি অ্যালবাম প্রকাশ করেছে। তাদের ‘ছোটপাখি’, ‘বোকাপাখি’ ও ‘অপেক্ষা’ গানগুলো রয়েছে অনেকে প্রিয় গানের তালিকায়।

এমআই/আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।