‘পুষ্পা-২’তে যুক্ত হচ্ছে আরও ২০ মিনিট, কবে আসবে প্রেক্ষাগৃহে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

আল্লু অর্জুনের অনুরাগীদের চমকে দেওয়া উপহার দিয়েছেন ‘পুষ্পা-২’ সিনেমার নির্মাতা সুকুমার। সুপার হিট এ সিনেমার সঙ্গে আরও ২০ মিনিটের বাড়তি ফুটেজ যুক্ত করা হচ্ছে। বাড়তি ফুটেজসহ পুরো সিনেমা প্রেক্ষাগৃহে কবে দেখা যাবে তাও জানানো হয়েছে।

এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা-২’। পঞ্চম সপ্তাহেও প্রেক্ষাগৃহে আল্লু অর্জুন ও রাশমিকার অভিনয় জাদু দেখছেন দর্শকরা। হিন্দিতে প্রথম ডাবিং করা সিনেমা হিসেবে এরই মধ্যে ৮০০ কোটির ক্লাবে পৌঁছেছে এটি। আর বিশ্বজুড়ে ১৮০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ‘পুষ্পা-২’।

‘পুষ্পা-২’ সিনেমার নির্মাতা ঘোষণা করেছেন সিনেমাটি রিলোডেড ভার্সন আগামীকাল ১১ জানুয়ারি থেকে ভারতের সব প্রেক্ষাগৃহে দেখা যাবে। এ চমক জাগানিয়া তথ্য ঘোষণার পরে সিনেমার নির্মাতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘পুষ্পা-২ দ্য রুল’ রিলোডেড ভার্সনে অতিরিক্ত ২০ মিনিট ফুটেজসহ প্রেক্ষাগৃহে ১১ জানুয়ারি থেকে দেখা যাবে।

 
 
 
View this post on Instagram

A post shared by Mythri Movie Makers (@mythriofficial)

সোশ্যাল মিডিয়ায় এ ঘোষণার সঙ্গে যে ছবি দেওয়া হয়েছে আল্লুর, সেটি ছবির জাপানের কাহিনির অংশ এবং মূল ছবিতে এই দৃশ্য দেখা যায়নি। ফলে অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই নতুন অংশগুলো দেখার জন্য।

এদিকে রামচরণের ‘গেম চেঞ্জার’র সঙ্গে এখন আল্লুর ‘পুষ্পা-২’র লড়াই হচ্ছে। এরই মধ্যে আমির খানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অল্লু অর্জুনকে শুভেচ্ছা জানানো হয়েছে। নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’র রেকর্ডকে প্রায় ছুঁয়ে ফেলেছে এ সিনেমা।

আরও পড়ুন:

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা-২’ সিনেমাটি ২৫ দিনে প্রায় ১৭৬০ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে ‘দঙ্গল’ সিনেমাটি ২০৭০ কোটি রুপি আয় করেছিল। ফলে আর কিছুদিনের মধ্যেই দঙ্গলের রেকর্ডকে স্পর্শ করবে ‘পুষ্পা-২’।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।