২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

৭৫ দেশের ২২০ সিনেমা, থাকবে জুলাই অভ্যুত্থান নিয়ে স্বল্পদৈর্ঘ্য

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫
ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জের সংবাদ সম্মেলনে কথা বলছেন কিশওয়ার কামাল। উপস্থিত আহমেদ মুজতবা জামাল (বায়ে), ইলিয়াস কাঞ্চন (ডানে)। ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছর উৎসবে দেখানো হবে ৭৫ দেশের ২২০টি সিনেমা, থাকবে জুলাই অভ্যুত্থান নিয়ে স্বল্পদৈর্ঘ্য। আগামী ১১ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উৎসব শেষ হবে ১৯ জানুয়ারি।

আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রাজধানী ঢাকার ৬টি ভেন্যুতে ৯ দিনব্যাপী এই উৎসবে অংশ নেবেন দেশ-বিদেশের অনেক চলচ্চিত্র কলাকুশলী। দুপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির নির্বাহী সদস্য এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, উৎসব কমিটির সদস্য সাংবাদিক রফিকুজ্জামান, মাস্টারক্লাস ও উৎসবের গণমাধ্যম সমন্বয়ক বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রিতি।

কথা বলছেন সাদিয়া খালিদ রিতি

উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেকশনে দেখানো হবে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যর সিনেমা। দেখা যাবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি। দর্শকেরা বিনা মূল্যে দেশি-বিদেশি এসব সিনেমা উপভোগ করতে পারবেন।

‘মুন ম্যান’ সিনেমার পোস্টার

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চিউ ঝ্যাংয়ের চীনা ছবি ‘মুন ম্যান’। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। এ দিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী হবে। লিখিত বক্তব্যে আহমেদ মুজতবা জামাল বলেন, ‘এ উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেমন সফল হয়েছে, তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র সিনেমাপ্রেমীদের উপহার দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য।’

উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স
উৎসবের অংশ হিসেবে ১২ ও ১৩ জানুয়ারি ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ হবে। রোববার সকাল সাড়ে ৯টায় কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান। সভাপতিত্ব করবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক ও লেখক ঝ্যাং ইয়ুদি।

মাস্টারক্লাস
উৎসবের অংশ হিসেবে ১৭-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে মাস্টাক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক ঝ্যাং ইয়ুদি, সার্বিয়ার অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান। আগ্রহীরা নিবন্ধনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন।

শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন

এ ছাড়া উৎসবের তত্ত্বাবধানে আজ সন্ধ্যায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে একটি বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী ‌‘পার্সপেকটিভ: আ কনটেম্পোরারি গ্রুপ আর্ট এক্সিবিশন’। প্রতিভাবান তরুণ ও প্রতিষ্ঠিত বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ঘুরে দেখা যাবে রোববার বাদে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। এটি উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ফসয়া গ্রুজ।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে উৎসবে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। ১২, ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে যথাক্রমে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে।

১৯ জানুয়ারি পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটি আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।