শুটিংসেট থেকে হাসপাতালে মুশফিক ফারহান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫
মুশফিক আর ফারহান। ছবি: ষংগৃহীত

হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা মুশফিক আর ফারহানকে। শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আদাবরের ওই বেসরকারি হাসপাতালটিতে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

সূত্র জানায়, সাফা কবির ও ফারহানের একটি শুটিং চলছি। শুটিংসেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারহানকে তখনই হাসপাতালে নেওয়া হয়। শুটিংয়ের শেষ দিকে এই ঘটনা ঘটে। শুটিং প্যাকআপ ঘোষণার পর সবাই ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শীত শীত অনুভূত হলে প্রোডাকশন টিম কম্বল দিয়ে তাকে মুড়িয়ে রাখে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেলে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানাবেন চিকিৎসকেরা।

আজ শনিবারও এই অভিনেতার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে। কী কারণে শুটিং বাতিল করা হয়েছে জানতে চাইলে তিনি মুশফিকের হাসপাতালে ভর্তির খবর এড়িয়ে যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।