অঞ্জনাকে দেখতে গিয়েছিলেন মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫
অঞ্জনা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী অঞ্জনা রহমানকে দেখতে পিজি হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা মিশা সওদাগর। পর্দায় নায়িকা ও ভিলেনের অভিনয় করা দুই তারকাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা। গতকাল (০২ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর অঞ্জনাকে দেখতে হাসপাতালে হাজির হন। এ সময় তিনি অভিনেত্রীর পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

মিশা সওদাগর গণমাধ্যমকে বলেন, ‘শিল্পীসমিতি সব সময় শিল্পীদের পাশে ছিল, আছে ও থাকবে। এরই মধ্যে অনেকে অঞ্জনা আপার খোঁজ-খবর নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আলমগীর ভাই নিয়মিত খোঁজ রাখছেন। সবাই অঞ্জনা আপার জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন:
অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন, হাসপাতালে পরিবারের সবাই
লাইফ সাপোর্টে নিতে হচ্ছে অভিনেত্রী অঞ্জনাকে

গত ডিসেম্বর মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমায় ২৪ ডিসেম্বর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পরলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

জানা গেছে, অঞ্জনার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার শ্বাসকষ্ট বেড়েছিল বলে দ্রুত তাকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়েছে। এই মুহূর্তে তিনি লাইফ সাপোর্টে আছেন। পরিবার তার অবস্থার উন্নতির জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

এমআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।