২৩ বছর বয়সে অর্থহীনের গিটারিস্ট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
অর্থহীন ব্যান্ডের সদস্য (বাঁ থেকে) মার্ক ডন, সুমন ও এহতেশাম আলী মঈন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জনপ্রিয় ব্যান্ড অর্থহীনে যুক্ত হয়েছেন নতুন সদস্য। তরুণ গিটারিস্টের নাম এহতেশাম আলী মঈন। তার বয়স মাত্র ২৩। এত কম বয়সে প্রতিষ্ঠিত একটি ব্যান্ডে যোগ দিয়েছেন তা এখনও বিশ্বাস করতে পারছেন না এই তরুণ। গতকাল বছরের প্রথম দিন দলে নতুন সদস্য অন্তর্ভুক্তির খবর জানায় অর্থহীন।

এর আগে বেশ কয়েকটি ব্যান্ডে অতিথি গিটারিস্ট হিসেবে বাজিয়েছেন মঈন। তার দল অর্থহীন জানিয়েছে, সবসময় তরুণ মিউজিশিয়ানদের নিয়ে কাজ করার চেষ্টা করে দলটি। তারই ধারাবাহিকতায় এবার ব্যান্ডে যোগ দিলেন এই তরুণ গিটারিস্ট।

স্থায়ী সদস্য হওয়ার পর এখন থেকে অর্থহীনের অ্যালবামেও মঈনের পরিবেশনা থাকবে। ‘ফিনিক্সের ডায়েরি-১’ প্রকাশের পর ‘ফিনিক্সের ডায়েরি-২’ আনছে অর্থহীন। অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে এনেছে দলটি।

গত ২৯ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দল ছেড়েছিলেন অর্থহীনের গিটারিস্ট মহান ফাহিম। এর আগে ২০২৩ সালের মার্চে অর্থহীন ছেড়েছিলেন গিটারিস্ট শিশির আহমেদ। সে বছর যোগ দেন গিটারিস্ট জাহিন রশিদ। সম্প্রতি তিনিও দল ছাড়েন। ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ডতারকা সুমনের অর্থহীনের লাইনআপে এখন আছেন ড্রামসে মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন।

আরএমডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।