অভিষেক সিনেমার মতো অভিষেক ম্যাচেও হারলো শাকিবের টিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলের) দল কিনেছিলেন ঢালিউড তারকা শাকিব খান। নিজের দল ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ দেখতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম গিয়েছিলেন তিনি। খেলা দেখেছেন প্রেসিডেন্ট বক্সে বসে। যদিও ক্রিকেটের মাঠে নায়ক শাকিবের অভিষেকটা হলো হার দিয়ে। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৪০ রানে হেরেছে শাকিবের দল। এ কারণে মন খারাপ শাকিবের। তার বছর শেষ হলো পরাজয় দিয়ে।

২০২৪ সালটা মন্দ যায়নি শাকিবের। একে একে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে তার। সেসবের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল ‘তুফান’। যদিও ছাত্র আন্দোলনের কারণে মাঝপথে মুখ থুবড়ে পড়ে ছবিটি। বাকি দুটো সিনেমা সেরকম চলেনি। তবু তাকে নিয়ে আশাবাদী নির্মাতা ও অনুরাগীরা। এমনকি ঢাকার ক্রিকেটপ্রেমীরাও। প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচে নিশ্চয়ই ভালো করবে শাকিবের দল। নতুন বছরে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে দলটির জন্য, সে রকম প্রত্যাশা তার অনুরাগীদের। কারণ প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’ তেমন ব্যবসা করতে পারেনি। তাতে তার পথচলা থেমে যায়নি। এমনকি প্রথম শুট করা সিনেমা ‘সবাই তো সুখি হতে চায়’-এর কথা কেউ মনেও রাখেনি!

প্রেসিডেন্ট বক্সে বসা শাকিবের এক টুকরো ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে বিমর্ষবদনে দাঁড়িয়ে আছেন তিনি। বক্সের কাচে দুই হাত ছুঁয়ে হতবাক তাকিয়ে ছিলেন মাঠে। একপযায়ে হতাশ হয়ে বসে পড়েন তিনি। এ সময় তার গলায় ঝুলতে দেখা যায় আইডি কার্ড, গায়ে ছিল বুক খোলা কালো জ্যাকেট।

বিপিএল নিয়ে শুরু থেকেই সরব ছিলেন এই অভিনেতা। নিজ দলের সব কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তিনি। এবারের বিপিএলে শুরু থেকেই চমক ছিল ঢাকা ক্যাপিটালসের। কোটি টাকা ব্যয়ে তৈরি হয় দলটির থিম সং। ঢাকার বিনোদন অঙ্গনের বেশ কজন তারকা অংশ নিয়েছেন যেই গানে। সেখানেও নেতৃত্ব দিয়েছেন শাকিব।

এ বছর শাকিবের ‘রাজকুমার’, ‘তুফান’, ‘দরদ’ তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ঢাকার পাশাপাশি বিদেশেও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল ছবিগুলোর। তিন ছবির মধ্যে তুলনামূলক ব্যবসাসফল বলা যায় ‘তুফান’ সিনেমাটিকে।

শাকিব খান অভিনীত নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শেষ হয়েছে সম্প্রতি, চলছে সম্পাদনার কাজ। ২০২৫ সালের কোনো এক ঈদে মুক্তি পাবে ছবিটি। এ ছাড়া ‘আগুন’ নামে তার আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

এমআই/আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।