বছর এলোমেলো করা তিন গান
বিদায়ী বছরের সবচেয়ে আলোচিত তিন গান ‘তুফান’ সিনেমার ‘লাগে উড়া ধুরা’ ও গণ-অভ্যুত্থানের ‘আওয়াজ উডা বাংলাদেশ’ ও ‘কথা ক’। নানান দৃষ্টিকোন থেকে এই তিন গান ছিল বছরের সেরা গান। ‘লাগে উড়া ধুরা’ গেয়েছেন প্রিতম হাসান, ‘আওয়াজ উডা বাংলাদেশ’ র্যাপার হানান্ন হোসেন শিমুল ও ‘কথা ক’ গেয়েছেন র্যাপার সেজান।
মনে করিয়ে দেওয়া যাক ২০২৪ সালের সিনেমা ও ডিজিটাল প্ল্যাটফর্মের জনপ্রিয় গানগুলো:
‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়া ধুরা’: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। কণ্ঠশিল্পী কণা ও আকাশ সেন গানটি গেয়েছেন। পাশাপাশি একই সিনেমার ‘লাগে উড়া ধুরা’ গানটিও লুফে নেয় শ্রোতারা।
‘রাজকুমার’ সিনেমার দুই গান: চলতি বছর ‘রাজকুমার’ সিনেমার শিরোনাম সংগীতটি বেশ আলোচনায় আসে। গানটি গেয়েছেন শিল্পী বালাম ও কোনাল। গীতিকার আসিফ ইকবালের লেখা ও আকাশ সেনের সুরে ‘রাজকুমার’ গানটি প্রায় সব শ্রেণির শ্রোতারা পছন্দ করেছেন। অন্যদিকে একই সিনেমার ‘বরবাদ’গানটি সংগীতপ্রেমীরা পছন্দ করেছেন।
‘লিপস্টিক’ সিনেমার ‘বেসামাল’: দেশের নন্দিত গীতিকার কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুরে ‘লিপস্টিক’ সিনেমার ‘বেসামাল’ গানটিও ছুঁয়ে ছিল শ্রোতাদের হৃদয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য্য।
ভাইরাল হয়েছিল ‘দুই চাক্কার সাইকেল’: ‘দুই চাক্কার সাইকেল’গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। গানটি গেয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি। সালাউদ্দিন সাগরের রচনায় এটির সুর করেছেন সৈয়দ অমি, এএন ফরহাদ সংগীতায়োজন করেছেন।
সাড়া ফেলেছিল ‘মা লো মা’: এ গানটি‘কোক স্টুডিও বাংলা’য় প্রচারের পরপরই সংগীতপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলে। ফিউশনধর্মী এ গানটি সাগর দেওয়ান, প্রীতম হাসান, আরিফ দেওয়ান ও আলি হাসান গেয়েছেন।
মিলন ও সুমির ‘তোর ডানে বামে’: ‘তোর ডানে বামে’শিরোনামের গানটি গেয়েছেন মোহাম্মদ মিলন ও সুমি শবনম। গানটি শ্রোতারা রীতিমতো লুফে নেয়। এর কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন রোহান রাজ।
ইমরান-পড়শীর ‘কথা একটাই’: নতুন প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী ইমরান ও পড়শীর গাওয়া ‘কথা একটাই’ শিরোনামের গানটি সবাই পছন্দ করেছে। রবিউল ইসলাম জীবনের কথায় এটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।
শিল্পী বিশ্বাসের ‘কোমরের বিছা করমু’: শিল্পী বিশ্বাসের গাওয়া ‘কোমরের বিছা করমু’ শিরোনামের গানটিও দারুণ সাড়া ফেলেছে। গানটির কথা ও সুর করেছেন আলেক্স আব্দুস সালাম।
এগুলো ছাড়াও চলতি বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতে অনেক প্রতিবাদী গান গেয়েছেন শিল্পীরা। এদের মধ্যে তরুণ র্যাপার হান্নানের গাওয়া ‘আওয়াজ উডা বাংলাদেশ’ শিরোনামের গানটি সাড়া ফেলেছিল। গানটি যেন আন্দোলনকে ভিন্নমাত্রায় বেগবান করেছে।
এ ছাড়া ‘বাংলা মা’, ‘বায়ান্ন’, ‘দেশ সংস্কার’, ‘চব্বিশের গেরিলা’, ‘কথা ক’, ‘অধিকার’, ‘দেশ কার’, ‘আবু সাঈদ’, ‘রক্ত’, ‘দেশ কারও বাপের না’, ‘জবাব দে’, ‘শকুনের চোখ’, ‘জয় বাংলা’, ‘কত খাবি’, ‘স্বাধীনতার গন্ধ’, ‘ছাত্র’, ‘স্লোগান’সহ অনেক গান আন্দোলনের সময় মানুষের মুখে মুখে ফেরে।
এমএমএফ/আরএমডি/এএসএম