টেলিফিল্মের সিক্যুয়েলে তৌসিফ মাহবুব


প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৫ মে ২০১৬
ছবি : কৌশিক ইকবাল

নাট্য নির্মাতা তানিম রহমান অংশুর রচনা ও পরিচালনায় গেল ২০১৪ সালের কোরবানির ঈদে প্রচারিত হয়েছিল টেলিফিল্ম ‘দুই অংশের শেষ একটাই’। সেসময় এটি চ্যানেল নাইন-এ প্রচারিত হয়।

টেলিফিল্মটিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী শবনম ফারিয়া, মিশু সাব্বির, আশা প্রমুখ। প্রচারের পর টেলিছবিটি বেশ ভালো সাড়া পায়। একইসাথে কাজটি করে তৃপ্তি পান অভিনেতা তৌসিফ মাহবুব। তারপরও বহু নাটকে কাজ করলেও ওই কাজটির কথা তিনি ভোলেননি।

শনিবার দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপকালে এমনটাই বলছিলেন ছোটপর্দার তরুণ অভিনেতা তৌসিফ। তিনি বলেন, ‘টেলিফিল্মটির ব্যপ্তিকাল ছিল চল্লিশ মিনিট। আর কেন্দ্রীয় চরিত্রে ছিলাম আমি, শবনম ফারিয়া, মিশু সাব্বির এবং আশা। আমাদের এই দুই জুটির অভিনয় ছিল কুড়ি মিনিট করে, সমান-সমান। আর গল্পের শেষটা ছিলো অত্যন্ত চমৎকার। যারা টেলিফিল্মটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন কাজটি কেমন ছিল। খুব প্রসংশা পেয়েছি! আজও মনে পড়ে।’

তৌসিফ বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে নির্মাতা অংশু ভাই টেলিফিল্মটির দ্বিতীয় কিস্তি নির্মাণ করতে যাচ্ছেন। এর নাম ‘দুই অংশের শেষ এখানেই’। টেলিছবিটির এবারের কিস্তিতেও আমাদের আগের টিম কাজ করবেন বলে জেনেছি। আমি এই কাজটি নিয়ে খুবই এক্সাইটেড। আগামী মাসেই এর নির্মাণ কাজ শুরু হবে এবং আসছে ঈদে প্রচারিত হবে।’

এদিকে, ঈদকে কেন্দ্র করে তৌসিফের ব্যস্ততা বেড়েছে দিগুণ। এরমধ্যে তার প্রচারিত সিরিয়াল ছাড়াও বেশ কিছু খন্ড নাটকের কাজ শুরু করেছেন। তৌসিফ বললেন, ‘আমি ঈদের বিশেষ ধারাবাহিক মানে যেগুলো কয়েক পর্বে প্রচারিত হয় সেগুলোর চেয়ে খন্ড নাটক কিংবা টেলিফিল্মে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’

আগামীতে ইমরাউল রাফাত, মাবরুর রশিদ বান্নাহ, সকাল আহমেদ, হিমেল আশরাফ, মাহফুজ আহমেদ, চয়নিকা চৌধুরীর মত জনপ্রিয় সব নির্মাতাদের পরিচালনায় বেশ কিছু নাটকে করবেন বলে জানিয়েছেন তৌসিফ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।