বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে নানা রকম মতাদর্শ লালন করে আলোচনািয় থাকেন। কেউ শাহরুখ খানের মতো পারিবারিক শ্রদ্ধাবোধের জায়গাটিকে সবসময়ই ইতিবাচকভাবে প্রকাশ করেন।

আবার অনেকে আছেন যারা সালমান খানের মতো প্রেম-সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলতে পছন্দ করেন।

দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসান এমন একজন অভিনেত্রী যিনি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেসব প্রকাশ্যে আসতেই হয়েছে হইচই। সম্প্রতি তিনি আবারও সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।

পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে শ্রুতি হাসানকেপ্রশ্ন করা হয়েছিল তিনি ঘোষণা দিয়েছেন- কখনই বিয়ে করতে চান না। সত্যিই কি তিনি কখনো বিয়ে করবেন না? জবাবে অভিনেত্রী নিশ্চিত করেন, এখনও তিনি তার ঘোষণার অবস্থানেই আছেন। তিনি বিয়ের চেয়ে সম্পর্কে থাকাতেই বেশি পছন্দ করেন।

তবে তিনি এটাও বলেন, তার ঘোষণাটি বদলেও যেতে পারে। কারণ জীবন সবসময়ই পরিবর্তনশীল এবং অনিশ্চিত।

শ্রুতি বলেন, ‘আমি জানি না কখন কী হবে। তবে আমি সম্পর্ক ভালোবাসি, আমি রোমান্স ভালোবাসি। আমি যাকে পছন্দ করি তাকে মনের গভীরে স্থান দিতে ভালোবাসি। বিয়ে করতে চাই না। তবে এমন নয় যে কখনও হবে না। যদি তেমন কেউ আসে যে অমূল্য রত্নের মতো আর আমার গুরুত্ব দেন, যত্ন নেন তবে যে কোনোকিছুই হতে পারে।’

তিনি আরও বলেন, তার চারপাশে এমন অনেক সফল, সুখী এবং সুন্দর বিয়ে দেখেছেন তিনি। বন্ধুদের মধ্যে অনেকেই বিয়ে করে সুখী হয়েছেন। তবে তারা শ্রুতিকে বিয়ের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারেননি।

শ্রুতি হাসান বর্তমানে ‘কুলি’ এবং ‘সালার ২’ ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।