গান বন্ধ করে মঞ্চ থেকে নেমে গেলেন মোনালি ঠাকুর
ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর অনুষ্ঠান চলাকালে মেজাজ হারালেন। প্রচণ্ড রেগে অনুষ্ঠানের মাঝখানে গান বন্ধ করে তিনি মঞ্চ থেকে নেমে যান।
রবিবার (২২ ডিসেম্বর) ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন মোনালি। সেখানে তিনি মেজাজ হারান। শ্রোতা-দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে মঞ্চ থেকে নেমে যান এ গায়িকা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রোতাদের কাছে ক্ষমা চাইছেন মোনালি। সে সময়ই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। মঞ্চ তৈরির ক্ষেত্রে নাকি অনেক অবহেলা ছিল। এর কাঠামো নিয়েও নানান অভিযোগ করেছেন এ শিল্পী।
View this post on Instagram
এ প্রসঙ্গে মোনালি বলেন, ‘আমি খুবই দুঃখ পেয়েছি। আমি ও আমার দল এ অনুষ্ঠানে আসার জন্য খুবই উচ্ছ্বসিত ছিলাম। মঞ্চের অবকাঠামো নিয়ে আর মুখ খুললাম না। এটা তো আয়োজকদের দায়িত্ব। কিন্তু মঞ্চটা যেভাবে নির্মাণ করা হয়েছে, তা আমি বলে বোঝাতে পারব না।’
এ কণ্ঠশিল্পী আরও বলেন, ‘আমার গোড়ালিতে বড় চোট লাগতে পারে। ওদের কিন্তু আমি জানিয়েছিলাম। আমার নৃত্যশিল্পীরা আমাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু সব কিছু এলোমেলো এখানে। আমি তবুও চেষ্টা করছিলাম, কারণ আপনাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। আপনারা আমার জন্যই এখানে এসেছেন। তাই আপনাদের কাছে আমিই দায়বদ্ধ।’
আরও পড়ুন:
মোনালি জানান, তিনি কখনোই নিজের দায় এড়িয়ে যেতে চান না। দায়িত্ব পালন করতে ভালোবাসেন। দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে মোনালি বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থী যে আমাকে এই অনুষ্ঠান এখানেই থামাতে হচ্ছে। কিন্তু এখানেই আমি আবার অনুষ্ঠান করতে আসব, কথা দিচ্ছি। এরচেয়ে অনেক ভালো অনুষ্ঠান আপনাদের সবার জন্য আয়োজন করতে পারব বলে মনে হয়। তাই দয়া করে আমাকে ক্ষমা করবেন।’
এমএমএফ/এমএস