আজীবন সম্মাননা পাচ্ছেন আবদুল হাদী ও খুরশিদ আলম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের দুই গুণি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলম। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তিতে তাদেরকে এই সম্মাননা প্রদান করা হবে।

মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির পাঠানো এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আয়োজনে আব্দুল হাদী ও খুরশিদ আলম ছাড়াও অনেক গুণিজন স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পাবেন।

সেদিন বিকাল ৪টায় কারওয়ান বাজার ন্যাশনাল লাইফ ইনসুরেন্স ভবন ‘এনএলআই’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রতিবারের মতো এবার ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২৩’ প্রদান করা হবে।

জানা গেছে, অনুষ্ঠানে সংগীতাঙ্গনের প্রায় অর্ধশত তারকাশিল্পী উপস্থিত হয়ে পারফরম্যান্স করবেন। তাদের মধ্যে সৈয়দ আবদুল হাদী, খুরশিদ আলম, ফকির শাহাবুদ্দীন, রিজিয়া পারভীন ,শাহনাজ বেলী, এস এম শফি, স্বীকৃতি, সুমি শবনম, সোহেল মেহেদী, তাহরিমা বতুল রিভা, তাবিজ ফারুক, তাজুল ইসলাম, নেহা, নাসির, সুস্মিতা সুলতানা শম্প, রবিন আহমেদ, জাবুল ইসলাম, নওশীন মনজুর, ক্লোজআপ তারকা নোলক বাবু, শাহনাজ বাবুসহ অনেকে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।