ঢাকায় কনসার্ট নিয়ে যে বার্তা দিলেন রাহাত ফতেহ আলী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য ফান্ড গঠনের লক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। এর আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। সেখানে গাইতে ঢাকায় আসবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

সেই ফান্ড গঠনের জন্যই ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টটির আয়োজন হচ্ছে। এতে বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন রাহাত ফতেহ আলী।

ঢাকায় আসার আগেই এই কনসার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা দিয়েছেন বিখ্যাত এই শিল্পী। সেটি শেয়ার করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ মারুফ। ভিডিওটিতে রাহাত বলেন, ‘আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই আসসালামু আলইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সবার জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।’

বিশ্বখ্যাত এই সংগীতজ্ঞ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সবার সঙ্গে দেখা করব। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।’

সব শেষে রাহাত ফতেহ আলী বলেন, ‘২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই বোন বোনদের সাথে দেখা হবে ইনশা-আল্লাহ। বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ।’

‘ইকোস অব রেভোল্যুশন’-এ রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরও পারফর্ম করবে দেশি ব্যান্ড-আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।