১৯ দিনেই আয় ৮৩ হাজার কোটি টাকারও বেশি
বছরের বহুল প্রত্যাশিত সিনেমা ছিল ‘মোয়ানা ২’। মুক্তির পর দর্শকের সেই আগ্রহের প্রমাণ মিলেছে। দেশে দেশে মোয়ানাকে নিয়ে ভালোবাসার ঝড় বইছে। অ্যানিমেটেড এই সিনেমাটি ইতিমধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে ৭০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৩ হাজার ৩৯ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকারও বেশি।
ডিজনি প্রযোজিত এই সিক্যুয়েলটিতে প্রশান্ত মহাসাগরের একটি বৃহৎ অংশ জুড়ে বিস্তৃত পলিনেশিয়া দ্বীপের প্রিয় রাজকন্যা মোয়ানার নতুন অ্যাডভেঞ্চারের গল্প তুলে ধরা হয়েছে। মোয়ানা সাহসী মেয়ে। তার জাতির জন্য সে নিজের জীবনকে বিপন্ন করতেও দ্বিধা করে না।
নতুন কিস্তিতেও মোয়ানা বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছে। ডিজনিকে আরেকটি বিশাল সাফল্য এনে দিতে পেরেছে সে।
গেল নভেম্বরের ২১ তারিখ প্রথম সিনেমাটি প্রদর্শিত হয় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ওহুতে। এটি বাণিজ্যিকভাবে প্রথম মুক্তি পায় ইংল্যান্ডে, ২৪ নভেম্বর। যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে ছবিটি মুক্তি পায় ২৭ নভেম্বর। মূলত এটিকেই আন্তর্জাতিক মুক্তির দিন হিসেবে ধরা হচ্ছে। সেই হিসেবে ১৯ দিনে ‘মোয়ানা ২’ ছবিটি ৭০০ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড তৈরি করেছে। এই আয়তো বাড়তেই থাকবে আগামীতেও।
বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, ‘মোয়ানা ২’ প্রথম সিনেমার ভক্তদের পাশাপাশি নতুন দর্শকদেরও আকৃষ্ট করেছে। এর চমৎকার অ্যানিমেশন, হৃদয়স্পর্শী গল্প এবং শ্রুতিমধুর সাউন্ডট্র্যাকের মাধ্যমে দর্শক বাড়াতে পেরেছেন পরিচালকেরা। তাই সাফল্যও আসছে দ্রুত।
ছবিটির গল্পে দেখা যায়- মোয়ানা তার বন্ধুদের নিয়ে নতুন একটি যাত্রায় বের হয়। উদ্দেশ্য, তাদের দ্বীপকে বাঁচানো। সিনেমাটিতে নতুন চরিত্র এবং চ্যালেঞ্জের সাথে পরিচয় করানো হয়েছে।
প্রথম ‘মোয়ানা’ ২০১৬ সালে মুক্তি পায়। সেটি বিশ্বব্যাপী ৬৪০ মিলিয়ন ডলার আয় করেছিল। ‘মোয়ানা ২’ সেই সাফল্য ছাড়িয়ে গেল অল্প দিনেই।
এলএ/জিকেএস