প্রথম বাংলাদেশি লুবনা মারিয়াম আইসিএইচ এনজিও ফোরাম বোর্ডে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে আইসিএইচ এনজিও ফোরামের নির্বাহী বোর্ডে নির্বাচিত হয়েছেন নৃত্যশিল্পী, সংস্কৃতিবিষয়ক সংগঠক ও গবেষক লুবনা মারিয়াম। আগামী দুই বছরের জন্য (২০২৪-২০২৬) সদস্য হিসেবে সংস্থাটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন তিনি।

বাংলাদেশ ও আশপাশের অঞ্চলের ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ (আইসিএইচ) বা নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সেগুলোর গৌরবগাঁথা ছড়িয়ে দেওয়ায় অবদান রাখার জন্য সংস্থাটির নির্বাহী বোর্ডে লুবনা মারিয়ামকে বোর্ড সদস্য নির্বাচন করা হয়েছে। গত ৩ ডিসেম্বর অনলাইনে ২৮০টি আন্তর্জাতিক সংস্থার ভোটে নির্বাচিত হন তিনি।
লুবনা মারিয়াম ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থা ‘সাধনা : আ সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অব সাউথ এশিয়ান কালচার’-এর শিল্পনির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন। আইসিএইচ এনজিও ফোরামের নির্বাহী বোর্ডে তার সংযুক্তি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর অংশীজনদের আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও উজ্জ্বল করবে।

বিশ্বসংস্কৃতির এমন সম্মানজনক ও দায়িত্বপূর্ণ একটি ফোরামের সদস্য হওয়ার পর তার পরিকল্পনা কী? লুবনা মারিয়াম জাগো নিউজকে বলেন, ‘সারা পৃথিবীতেই সরকারের সঙ্গে এনজিওর একটা দূরত্ব রয়েছে। আমার নির্বাচনী ইশতেহার ছিল আইসিএইচ নিয়ে কীভাবে সরকারের সঙ্গে আমরা কাজ করতে পারি। আমরা যত কাজই করি না কেন, একটি দেশে সেসব বাস্তবায়ন করতে হবে সরকারকে। আমি সেই চেষ্টাই করবো, যাতে সরকার দেশের সাংস্কৃতিক ঐতিহ্যগুলোর ব্যাপারে সজাগ হয়।’

নবনির্বাচিত বোর্ড সদস্যদের সঙ্গে লুবনা মারিয়ামনবনির্বাচিত বোর্ড সদস্যদের সঙ্গে লুবনা মারিয়াম

আইসিএইচ এনজিও ফোরাম এমন এক বৈশ্বিক প্ল্যাটফর্ম যা ইউনেস্কো স্বীকৃত এনজিওগুলোর মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং নেটওয়ার্কিংকে উৎসাহিত করে। ২০০৩ সালের ইউনেস্কো কনভেনশনের উদ্দেশ্যগুলি বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আইসিএইচ এনজিও ফোরামের নির্বাহী বোর্ডে বিভিন্ন অঞ্চলের সাত জন সদস্য থাকেন। স্বীকৃত আন্তর্জাতিক এনজিওগুলোর প্রতিনিধিরা ভোট দিয়ে দুই বছরের জন্য তাদের নির্বাচন করেন। ২০২৩-২০২৫ এবং ২০২৪-২০২৬ মেয়াদের পূর্ণ নির্বাহী বোর্ডের সভাপতি হয়েছেন (২০২৩-২০২৫) ক্রোয়েশিয়ার তামারা নিকোলিক ডেরিক। তিনি প্রতিনিধিত্ব করবেন পূর্ব ইউরোপকে। সেক্রেটারি (২০২৪-২০২৬) ফিনল্যান্ডের ম্যাটি হাকামাকি, যিনি পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার প্রতিনিধিত্ব করবেন, কোষাধ্যক্ষ (২০২৩-২০২৫) পানামার ইরিনা রুইজ ফিগুয়েরোয়া, যিনি ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। সহ-সভাপতি (২০২৩-২০২৫) মৌরিতানিয়ার মোহাম্মদ লেমিন বেইদিউ, যিনি আরব রাষ্ট্র প্রতিনিধিত্ব করবেন এবং সদস্য (২০২৪-২০২৬) বাংলাদেশের লুবনা মারিয়াম এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

দক্ষিণ এশীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন নৃত্যশিল্পী ও শিক্ষক লুবনা মারিয়াম। আইসিএইচ এনজিও ফোরামের নির্বাহী সদস্য হিসেবে সহকর্মীদের নিয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলা, জ্ঞানবিনিময় বৃদ্ধি এবং আইসিএইচ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর আন্তসরকারি কমিটিকে পরামর্শ দেবেন। আইসিএইচ এনজিও ফোরামের নির্বাহী বোর্ডে তার সংযুক্তি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন।

আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।