চলে গেলেন গব্বর সিং

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
বিজয় খারে

চলে গেলেন ভোজপুরি সিনেমার ‘গব্বর সিং’ খ্যাত প্রবীণ অভিনেতা বিজয় খারে। আজ (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। ব্যাঙ্গালুরুর কাবেরি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ অভিনেতা। জানা গেছে, কিছুদিন আগে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু হঠাৎ করে আবারও তার স্বাস্থ্যের অবনতি ঘটে।

বিজয় খারে ভোজপুরি চলচ্চিত্রে ‘গব্বর সিং’ চরিত্রের জন্য ব্যাপক পরিচিত লাভ করেছিন। তিনি ভোজপুরি সিনেমার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। সিনেমাবোদ্ধা এবং দর্শকদের কাছে তিনি ব্যাপক প্রশংসিত ছিলেন।

বিজয় খারে মুজাফফরপুরের বাসিন্দা ছিলেন। তবে তিনি মুম্বাইতে বসতি স্থাপন করেছিলেন। যেখানে তিনি অভিনয় প্রশিক্ষণের জন্য ‘বিজয় খারে অ্যাকাডেমি’ নামের একটি প্রতিষ্ঠানও পরিচালনা করেতেন। তিনি ‘রায়জাদা’, ‘গঙ্গা কিনারে মোরা গাঁও’ এবং ‘হামরা সে বিয়াহ কারবা’র মতো অনেক তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

বিজয় খারে ভোজপুরি সিনেমায় অনবদ্য অবদানের জন্য ২০১৯ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি ভোজপুরি সিনেমার ক্রমবর্ধমান উন্নতি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ বিষয়ে কথা বলেন। মুজাফফরপুরে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করার পরে, তিনি সম্ভাব্য চলচ্চিত্রের শুটিংয়ের জন্য মানিকা ম্যানের মতো জায়গাগুলোরও সুপারিশ করেছিলেন। তার হাত ধরে রবি কিষাণ, নিরহুয়া এবং মনোজ তিওয়ারিসহ বেশ কয়েকজন ভোজপুরি তারকা তৈরি হয়েছে।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।