অ্যাভেঞ্জার্সে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকার প্রেমিকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল। বিরতির পর তিনি মার্ভেল কমিকসের সুপারহিরোদের ইউনিভার্সে ফিরে আসছেন। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় তিনি অভিনয় করবেন। হলিউডের বেশ কিছু গণমাধ্যম অ্যাভেঞ্জার্স সিরিজের পঞ্চম সিনেমায় তার প্রত্যাবর্তনের খবরটি প্রকাশ করেছে।

ডেডলাইন অনুযায়ী, অভিনেত্রী এই ছবিতে অ্যাজেন্ট পেগি কার্টারের চরিত্রে অভিনয় করবেন।

তিনি ২০১১ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ ছবি দিয়ে প্রথম অ্যাভেঞ্জার্সদের সঙ্গে যুক্ত হন। সেখানে তিনি এমআই৬ এজেন্ট হিসেবে উপস্থিত হয়েছিলেন। গল্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ স্টিভ রজার্সের প্রেমিকা হিসেবে দেখা যায় হেইলি অ্যাটওয়েল অভিনীত পেগি কার্টার চরিত্রটিকে। যুদ্ধের পরে, কার্টার শিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হিসেবে যুক্ত হন এবং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন।

অ্যাটওয়েল সর্বশেষ ২০২২ সালের ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ সিনেমায় ক্যাপ্টেন কার্টার হিসেবে উপস্থিত হন। এর আগে ‘এজেন্ট কার্টার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’, ‘অ্যাভেঞ্জার্স: এজ অফ আলট্রন’, ‘অ্যান্ট-ম্যান’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিগুলো দেখা দিয়েছিলেন পেগি কার্টার।

অ্যাভেঞ্জার্সের ‘ডুমসডে’ সিনেমায় ক্রিস ইভান্সও ফিরছেন বলে খবর পাওয়া গেছে। তবে তার চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। অ্যাটওয়েল এবং ইভান্সকে আবারও ক্যাপ্টেন আমেরিকা ও তার প্রেমিকা পেগির চরিত্রে দেখা যেতে পারে আভাস মিলছে। এছাড়াও এই দুই তারকা অন্য একটি সিনেমায় অভিনয় করবেন বলে আলোচনা শুরু হয়েছিল। তবে সেটির গল্প এখনও নির্ধারিত হয়নি।

এদিকে দারুণ এক সিনেমা হিসেবে নির্মিত হতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এতে আয়রন ম্যান অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র ফিরে আসবেন। তবে তিনি ভিলেন ভিক্টর ভন ডুম অর্থাৎ ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করবেন। এটি পরিচালনা করবেন রুশো ব্রাদারর্স জো এবং অ্যান্থনি রুশো। ২০১৯ সালে তারা এই ফ্র্যাঞ্চাইজি থেকে বেরিয়ে এসে আবার নতুন করে যুক্ত হলেন। এই ভাতৃদ্বয় ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ সিনেমাটি পরিচালনা করবেন বলেও চুক্তিবদ্ধ হয়েছেন।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাটি ২০২৬ সালের ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।