আইসিইউতে ‘উজান ভাটি’ সিনেমার নির্মাতা সি বি জামান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

‘উজান ভাটি’সহ ঢালিউডে বহু নন্দিত সিনেমার পরিচালক সি বি জামান গুরুতর অসুস্থ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে সি এফ জামান।

তিনি বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আব্বু বাথরুমে গিয়ে পড়ে যান। পরে তাকে ধরাধরি করে বের করে আনা হয়। এর পরপরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। তিনটার দিকে আব্বুকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করেন। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। সব পরীক্ষা-নিরীক্ষা চলছে রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে তার অবস্থা।

এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন প্রবীন এই কিংবদন্তি পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

আড়াই দশকের ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’‘সুজন সখি’, ‘সুভরাত্রি’, ‘দিন যায় কথা তাকে’, ‘হিসাব নিকাশ,’ ‌‘পুরস্কার’ সিনেমাগুলো নির্মাণ করেছেন তিনি।

এমআই/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।