জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে টেলি সামাদের আক্ষেপ


প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৩ মে ২০১৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে হলে জাতে ওঠা লাগে বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা টেলি সামাদ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সংস্থা (বাবিসাস) অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। আর সেখানেই তিনি এ কথা বলে আক্ষেপ প্রকাশ করেন।

ক্ষোভ ঝেড়ে প্রবীণ এই অভিনেতা আরো বলেন, ‘আমি প্রায় চার দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে জড়িত। এতগুলো বছরে আমি পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছি। প্রায় প্রত্যেকটি ছবিতে আমার অভিনয় প্রশংসিত ছিল। কিন্তু শেষ জীবনে এসে আমার একটাই আক্ষেপ আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম না।’

গুণী অভিনেতা টেলি সামাদ বলেন, ‘আমার পুরো চলচ্চিত্র ক্যারিয়ারে আমি শুধু অভিনয়ের বলয়ে নিজেকে সীমাবদ্ধ রাখিনি। প্রযোজনা করেছি,  প্রয়াত অভিনেতা দিলদারের সঙ্গে ছবিতে গানও গেয়েছি। এসবের প্রাপ্তি স্বরূপ বিভিন্ন পুরস্কার পেয়েছি। সেসব পুরস্কারে আমার ঘর ভর্তি হয়ে আছে। কিন্তু আজ পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার কপালে জোটেনি। এটা যেহেতু জাতীয় চলচ্চিত্র পর্যায়ের পুরস্কার সেহেতু আমার মনে হয় এটা অর্জন করতে হলে জাতে ওঠা লাগে। কবে যে জাতে উঠবো আর কবে এই পুরস্কারটা পাবো সেটা বোধহয় ঈশ্বর মালুম!’

Tale-Samad
ছবি তুলেছেন লয়েড তুহিন হালদার

আশির দশকের শক্তিমান অভিনেতা টেলি সামাদ দীর্ঘদিন ধরে রয়েছেন রুপালী পর্দার অন্তরালে। গেল বছর ফেব্রুয়ারিতে তার অভিনীত সর্বশেষ `জিরো ডিগ্রী` ছবিটি মুক্তি পায়। এছাড়া কয়েক বছর যাবৎ টেলি সামাদ বার্ধক্য জনিত রোগে ভুগছেন। গত বছর যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায়। একইসঙ্গে মারাত্মক জখম হয়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরে ছ`মাস চিকিৎসাধীন ছিলেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। এখন তিনি কিছুটা সুস্থ হলেও ডাক্তারের পরামর্শ মতই চলছেন।

আশা প্রকাশ করে গুণী এই অভিনয় শিল্পী বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। জীবনে আমার যা কিছু অর্জন সবকিছু অভিনয়ের বদৌলতে। অনেক দিন যাবত অভিনয় থেকে দূরে থাকলেও আমি মনটা পড়ে থাকে অভিনয়েই। প্রবল ইচ্ছা থাকার স্বত্বেও শরীরে পেরে ওঠেনা বলে আর ক্যামেরার সামনে দাঁড়াতে পারিনা। সকলের কাছে দোয়া চাই যেন শিগগির সুস্থ হয়ে আবারো অভিনয়ে ফিরতে পারি।’
 
এনই/ জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।