ফারুকীর সিনেমা দেখে যা বললেন পাকিস্তানের হাইকমিশনার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

অবশেষে আগামীকাল শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমাটি। এর মুক্তিকে সামনে রেখে বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনী।

সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ আরও অনেকেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফও।

সিনেমার কলাকুশলীদের সঙ্গে তিনি উপভোগ করেন ‘৮৪০’। স্ত্রীকে নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলেন তিনি। সিনেমাটি উপভোগ করে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন সৈয়দ আহমেদ মারুফ। ফেসবুকে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার বার্তাও দেন তিনি।

সৈয়দ আহমেদ মারুফ লিখেছেন, ‘গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তাফা ফারুকীর সাথে তার সিনেমা ‌‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর প্রিমিয়ারে। আমরা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টিভি চ্যানেল নিয়ে কাজ করব।’

‘৮৪০’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফী, মোহাম্মদ মোস্তাফ কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিন, সাদিয়া আয়মান সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, জেফার রহমানসহ আরও অনেকে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী শাসনামলের পতনের পর, ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে নতুন মেরুকরণে রূপ দিতে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ কূটনৈতিক কৌশল বেশ প্রশংসা পাচ্ছে। যার ফলাফল, মাত্র চার মাসের মাথায় দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগসহ নানারকম উন্নতি ঘটছে সম্পর্কে। পাশাপাশি দুই দেশের সংস্কৃতি নিয়ে কাজ করতেও ভূমিকা রাখছেন সৈয়দ আহমেদ মারুফ।

গেল নভেম্বর ঢাকার হোটেল লে মেরেডিয়ানের লবিতে রাখা রিকশা চালিয়ে আলোচনায় আসেন পাকিস্তানের এই কর্মকর্তা। রিকশা চালানোর একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানে তাকে দেখা যায় স্ত্রীকে রিকশায় বসিয়েছেন যাত্রী হিসেবে, নিজে সেজেছেন চালক। ভিডিওতে তার মুখে ‘রিকশায় চড়ে কোথায় যাবে বেগম?’ সংলাপে বেশ মজা পেয়েছেন বাংলাদেশ-পাকিস্তানের নেটিজেনরা।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।