নিঃশব্দ ভালোবাসাতে মম সজল


প্রকাশিত: ১০:১৫ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

রোজা একজন সাংবাদিক। কাজের ফাঁকে এক রেস্টুরেন্টে গিয়ে বসে। সেখানে আবিষ্কার করে সুদর্শন বুদ্ধিপ্রতিবন্ধী যুবক তুর্যকে। জানার আগ্রহ- কে এই তুর্য? জন্ম থেকেই কি সে বুদ্ধিপ্রতিবন্ধী, নাকি কোনো ঘটনা-দুর্ঘটনার শিকার?

রোজা খুঁজে পায় তুর্যদের পুরনো কর্মচারী গফুর আহমেদকে। সে তুর্য সম্পর্কে জানতে চায় গফুর আহমেদের কাছে। গফুর আহমেদ তুর্যের ফেলে আসা দিনগুলোর কথা বলতে থাকে রোজার কাছে। তুর্য ও সূর্য দু’ভাই। অকাল প্রয়াত বাবার ব্যাবসা দু’ভাই দেখা-শোনা করে। তুর্য ছিল খুবই স্মার্ট একটি ছেলে। খান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি, সূর্য ডিরেক্টর, মা চেয়ারম্যান ও গফুর আহমেদ বাবার পুরনো কর্মচারী যিনি অত্যন্ত বিস্বস্ততার সাথে এ পরিবারকে আগলে রেখেছেন। ম্যাকাডোনা রেস্টুরেন্টটাও তাদের।

একদিন দুপুরে এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসে তুর্য। এক ঘটনায় সেখানেই পরিচয় হয় জারার সঙ্গে। একে অপরকে ভালোবেসে ফেলে। এদিকে জারার বান্ধবী বর্ষার সঙ্গে সূর্যর সম্পর্ক গড়ে ওঠে। একদিন রাতে বাড়ি ফেরার পথে গাড়ি অ্যাকসিডেন্টে তুর্য এবং জারা দু’জনেই আহত হয়। তুর্য হয় বুদ্ধিপ্রতিবন্ধী আর জারার হয় সর্ট টার্ম মেমোরি লস। কোনো কিছুই ১২ ঘণ্টার বেশি মনে রাখতে পারে না। এভাবেই চলতে থাকে গল্পের গভীরতা।

ভালোবাসা দিবসে প্রচারিত হবে শহিদুল ইসলাম রুনুর পরিচালনায় ‘নিঃশব্দ ভালোবাসা’ নাটকটি। এটি রচনা করছেন মুশফিক ইভান। এতে অভিনয় করছেন সজল, মম, নওশিন, ঝুনা চৌধুরী, কাজী উজ্জলসহ আরো অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।