আল্লু কি পারবেন এনটিআর-রাম চরণের সেই রেকর্ড ভাঙতে?
দেখতে দেখতে অপেক্ষার পালা ফুরিয়ে এলো। আর মাত্র ৫ দিন। মুক্তি পাবে দক্ষিণ ভারতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। প্রথম পর্বের জমজমাট সাফল্যের পর দ্বিতীয় কিস্তি নিয়ে আরও বেশি আশাবাদী সিনেমার টিম। দর্শকও আশা করছেন আগের গল্পের চেয়ে দ্বিতীয় ছবির গল্পে আরও বেশি মুগ্ধতা ছড়াবেন সুপারস্টার আল্লু অর্জুন।
এরইমধ্যে টিজার, ট্রেলার ও গান প্রকাশের মধ্য দিয়ে সেই প্রত্যাশা বেড়েছে অনেক। যার প্রভাব দেখা যাচ্ছে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিতে। মুক্তির আগেই অনেক রেকর্ড গড়েছে ‘পুষ্পা ২’। সম্ভাবনা রয়েছে ভারতীয় সিনেমার ব্যবসায়িক সাফল্যের ইতিহাস নতুন করে লেখার।
তবে এটি এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির বিশাল আয় ছাড়িয়ে যেতে পারবে কি না সে নিয়ে প্রশ্ন উঠেছে। থ্রি আর ছিল ব্লকবাস্টার হিট ছিল। ওটিটিতেও বড় অংকের দাম পেয়েছে। অস্কারেও পেয়েছে সাফল্য। ছবিগুলোর গানগুলো এটিকে বিশ্বজুড়ে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেছিল।
ছবিটি মুক্তির সময় ভারত সরকারের সহায়তায় তেলুগু রাজ্যগুলোতে বিশাল ওপেনিং পেয়েছিল। শুধুমাত্র তেলুগু সংস্করণ থেকেই ১০৩ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছিল জুনিয়র এনটিআর ও রাম চরণের সিনেমাটি।
‘পুষ্পা ২’ নিয়ে অনেকে অবশ্য আশাবাদী। এই ছবির প্রচারণা বেশ জমেছে। সূত্র অনুযায়ী, আন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা সরকার সিনেমাটির জন্য টিকিটের দাম বাড়ানোর বিষয়ে ইতিবাচক। সেটা অনেকটা সহায়ক হতে পারে থ্রি আর সিনেমার ১০৩ কোটি রুপি আয়কে ছাড়িয়ে যেতে। যদিও শোনা যাচ্ছে, সিনেমার কর্তৃপক্ষ লক্ষ্য নিধারণ করেছে ৭৫-৮০ কোটি রুপি।
সুকুমার পরিচালিত আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিরিজের দ্বিতীয় সিনেমাটি মুক্তি পাবে ‘পুষ্পা : দ্য রুল’ নামে। এই গল্পে দেখানো হবে ডন হয়ে যুবক পুষ্পার মাফিয়াদের শাসন করার গল্প। এবারেও সিনেমাটিতে শ্রীভেল্লি চরিত্রে থাকবেন রাশমিকা মান্দানা।
এলএ/জিকেএস