বিটিভিতে ইকবাল খন্দকারের নতুন অনুষ্ঠান ‘গল্প গানের প্রহর’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ৩০ নভেম্বর ২০২৪

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হতে যাচ্ছে সংগীত বিষয়ক নতুন অনুষ্ঠান ‘গল্প গানের প্রহর’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার।

এরই মধ্যে ‘গল্প গানের প্রহর’ অনুষ্ঠানটির দুই পর্ব ধারণের কাজ সম্পন্ন হয়েছে। মূলত আমাদের সংগীত জগতের তারকা শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান। যেখানে শুধু গান থাকছে না, থাকছে গানের গল্প। সেই গল্প, যে গল্পের মধ্য দিয়ে উঠে আসে একটি গানের জন্মকথা। অর্থাৎ একটি গীতিকবিতা কীভাবে লেখা হলো, কীভাবে সুর করা হলো, কীভাবে সেটি শিল্পীর কণ্ঠে গীত হলো এমনকি কীভাবে দর্শক-শ্রোতার কাছে পৌঁছালো, সেই গল্পও স্থান পাবে ‘গল্প গানের প্রহর’ নামের এ অনুষ্ঠানে।

‘গল্প গানের প্রহর’ অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন,- ‘আমাদের প্রাণের খোরাক যোগায় যে সংগীত, সেই সংগীত নিয়ে নানারকম অনুষ্ঠান হয় টিভি চ্যানেলগুলোতে। তবে দর্শক চান ব্যতিক্রম কিছু। আশা করছি এই অনুষ্ঠান দর্শকের সেই চাওয়া কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবে’।

‘গল্প গানের প্রহর’ এর প্রথম পর্বটি বিটিভিতে প্রচার হবে ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। আর এ পর্বের অতিথি তানভীর আলম সজীব এবং বিউটি। অনুষ্ঠানটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সৈয়দা ফারহানা হাসান।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।