অনেকগুলো বসন্ত চলে গেল, অপেক্ষায় জ্যোতি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৪

মঞ্চনাটকের অভিনেত্রী জ্যোতি সিনহার জন্মদিন আজ ২৯ নভেম্বর। ‘কহে বীরাঙ্গনা’ নাটকে অভিনয় করে নিজেকে তিনি নিয়ে গেছেন অনন্য এক নান্দনিক ভুবনে। একই নাটকে মহাভারতের শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা ও জনা, চার চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি।

জন্মদিনের শুভেচ্ছা জানালে মৃদ্যু হেসে এই অভিনেত্রী বলেন, ‘জীবনে অনেকগুলো বসন্ত চলে গেল।’ কাজের কথা জানতে চাইলে বলেন, ‘নতুন অনেকগুলো কাজের পরিকল্পনা চলছে। দেশের পরিস্থিতির কারণে আসলে একটু পিছিয়ে পড়েছি। পরিকল্পনা ছিল মঞ্চে ‘রক্তকরবী’ নাটকে অভিনয় করবো। আরও কিছু কাজ ছিল, সেসব নিয়ে ভাবছিলাম। আপাতত সার্বিক পরিস্থিতির কারণে সব পিছিয়ে যাচ্ছে। অপেক্ষায় আছি, কবে সবকিছু ঠিকঠাক হবে।’

গত দুই মাসে ‘কহে বীরাঙ্গনা’র দুটো প্রদর্শনী হয়েছে। তাতে অভিনয় করেছেন জ্যোতি। জানালেন, ডিসেম্বর মাসেও রয়েছে নাটকটির প্রদর্শনী। কিন্তু কোথায়? জাগো নিউজকে জ্যোতি বলেন, ‘আমাদের নাটমণ্ডল অথবা ঢাকার কোনো মঞ্চে হতে পারে। এখনও সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া কিছু শর্ট ফিল্মের কাজ চলছে। এর মধ্যে দুটো শর্ট ফিল্মের কাজ শেষ করে ফেলেছি। সেগুলো দেখানো হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ গ্রামে ফিরে যান জ্যোতি। সেখানে শুরু করেন মণিপুরি থিয়েটারের কাজ। একগুচ্ছ মঞ্চনাটকে কাজ করে দর্শক-সমালোচকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। মঞ্চে কাজ করার জন্য ২০২১ সালে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন জ্যোতি সিনহা।

এমআই/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।