শিশুদের জন্য ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

আবহাওয়ার পরিবর্তন ঘটলেই শিশুদের একটা ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। সেজন্য শিশুর স্বাস্থ্য নিয়ে অভিভাবকদের চিন্তা সীমাহীন। শিশুদের বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতা, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ইত্যাদি নিয়ে আছে নানা মুনির নানা মত। প্রযুক্তিনির্ভর ঘরবন্দী জীবনযাপন পরিবারের সামনে নিয়ে আসছে নতুন বাস্তবতা, যা মানসিক স্বাস্থ্যের জন্য হতে পারে সংকটের কারণ।

সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক অভিভাবকই জানেন না সন্তানের কোন অবস্থায় কী ব্যবস্থা গ্রহণ করলে তার সুস্বাস্থ্য নিশ্চিত হবে। সেইসঙ্গে যেসব শিশুরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারে তাদের জন্যও সতর্কতামূলক নির্দেশনা দরকার।

শিশুদের শারীরিক ও মানসিক অবস্থার প্রয়োজনীয় বিষয়গুলো মাথায় রেখে দুরন্ত টিভি নিয়ে আসছে শিশুস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’। শিশুদের নানা ধরণের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরামর্শদান বিষয়ক অনুষ্ঠান এটি। প্রতি পর্বে শিশু বিশেষজ্ঞ একজন ডাক্তার নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করবেন।

আলোচনার বিষয়বস্তুতে থাকবে রোগের লক্ষণ, প্রতিকার ও রোগ থেকে দূরে থাকার নানাবিধ পরামর্শ। তিন তরুণ চিকিৎসক ইমরানা রহমান, ঐশ্বর্য দাষ এবং লাবণ্য দাস পূজা অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন।

‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১ ডিসেম্বর থেকে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ১২টা ৩০ মিনিটে।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।