আন্দোলন নিয়ে অভিনেত্রী শাওনের রসিকতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তার পর থেকে একের পর এক নানান দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামতে শুরু করেছেন নানা পেশাজীবীরা। প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেসব আন্দোলন নিয়ে রসিকতা করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

আজ এই দাবি তো কাল অন্য দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা। বর্তমানে যেন আন্দোলন নগরীতে পরিণত হয়েছে ঢাকা। তা নিয়ে রসিকতা করে ফেসবুকে শাওন লিখেছেন, ‘আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছিনা! ট্রাফিক আপডেট “ঢাকার চাকা”র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।’

শাওনের এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন অনুসারীদের অনেকে। কেউ লিখেছেন, ‘সকাল থেকেই ম্যাচ শুরু হয়ে গেছে।’ অন্য একজন লিখেছেন, ‘ঠিক বুদ্ধি। রাস্তায় প্রতিদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে কর্মজীবীরা।’ অন্য এক অনুসারী মন্তব্যের ঘরে রাজধানীতে ঘটে যাওয়া আজকের ঘটনাগুলোর তালিকা তুলে ধরেছেন। মন্তব্যের জবাবেও খানিকটা মজা করে শাওন লিখেছেন, ‘যাক বাবা, মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই!’

দীর্ঘদিন পর ‘নীল জোছনা’ নামের এক সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন মেহের আফরোজ শাওন। ওই ছবিতে আরও অভিনয় করছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া, কলকাতার অভিনেত্রী পাওলি দাম, ঢাকার এফ এস নাঈম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি বানাচ্ছেন ফাখরুল আরেফীন খান।

এমআই/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।