লেখিকা যখন ভয়ানক তথ্যের উদ্ধারকারী
অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। নতুন সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। কোলিন হুভার পরিচালিত থ্রিলার ধাঁচের ‘ভেরিটি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। তার চরিত্রটি একজন লেখিকার। ঘটনাক্রমে যিনি ভয়ানক তথ্যের মুখোমুখি হবেন।
এই সিনেমাটি হুভারের একই নামের উপন্যাস থেকে তৈরি হবে। এর গল্পে দেখা যাবে লোওয়েন অ্যাশলির নামে এক লেখিকা আর্থিক সমস্যায় পড়ে। তার জীবনে নেমে আসে অন্ধকার। এমন সময় বেস্টসেলিং লেখিকা ভেরিটি ক্রাউফোর্ডের স্বামী জেরেমি তাকে একটি দারুণ সুযোগ দেন। জেরেমি তার স্ত্রীর বাকি থাকা বইগুলো শেষ করার জন্য লোওয়েনকে নিয়োগ দেয়। এক দুর্ঘটনার পর ভেরিটি আর লিখতে পারছিলেন না।
লোওয়েন যখন ক্রাউফোর্ড পরিবারের সাথে সময় কাটাতে শুরু করেন তখন জানতে পারেন ভেরিটির অতীত সম্পর্কে কিছু ভয়ানক তথ্য।
কোলিন হুভার আরও একটি উপন্যাস ‘রিগ্রেটিং ইউ’ থেকে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। মা-মেয়ের সম্পর্কের গল্পের সিনেমাটিতে মকেনা গ্রেস এবং এলিসন উইলিয়ামস অভিনয় করবেন।
এর আগে ২০১৬ সালে প্রকাশ হওয়া ‘ইট এন্ডস উইথ আস’ উপন্যাস থেকে একই নামের সিনেমা নির্মাণ করেন কোলিন হুভার। ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৩০৯ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। কোলিনের সাহিত্যগুলোর জনপ্রিয়তা ও তার নির্মিত প্রথম সিনেমাটির ব্যবসায়িক সাফল্যে উৎসাহিত হয়ে তার নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন অ্যান হ্যাথওয়ে।
এলএ/জিকেএস