সড়ক দুর্ঘটনায় আহত নায়ক রুবেল
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি নামক স্থানে দুর্ঘটনার শিকার হন রুবেল। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বরগুনা জেলার আমতলী এলাকায় একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে চড়ে ঢাকা থেকে রওনা হন চিত্রনায়ক রুবেল। পথে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের ওপর আছড়ে পড়ে। এ সময় নায়ক রুবেলসহ তার দুই সহযোগী আহত হন। জানা গেছে রুবেলের আঘাত গুরুতর না হলেও তার এক সহযোগী ও মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন রুবেলের ট্রেইনার মোহাম্মদ কবির ও চালক ওমর ফারুক।
সূত্র জানিয়েছে, মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রুবেলকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ কেটে গেছে।
বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে অভিষেক হয় তার। প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। তারপর তিনি অভিনয় করেছেন বহু ছবিতে। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল হিট।
এমআই/এসইউ/এমএমএফ/এএসএম