ইউএসএআইডির হেলদিয়ার ইন মোশন

উইমেন অ্যান্ড ইয়ুথ ইনিশিয়েটিভে যুক্ত হলেন বাংলাদেশি শিল্পীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ‘হেলদিয়ার ইন মোশন: গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনের অংশ হিসেবে নতুন একটি গানে সুর দিয়েছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।

‘দিগ্বিজয়ী’ নামের গানটির গীতিকার তাহজীব বাঁধন। এতে কণ্ঠ দিয়েছেন তাসফিয়া ফাতিমা তাশফি, এলিটা করিম, মাশা ইসলাম ও তাসনিম আনিকা।

গানটির প্রযোজনা সহযোগী হিসেবে কাজ করেছেন আমজাদ হোসেন ও রায়হান মাহবুব রাশা এবং গিটারিস্ট শুভেন্দু দাস। ‘দিগ্বিজয়ী’ গানটির মূল থিম নারী ও তরুণদের স্বাস্থ্যকর জীবনধারা এবং মানসিক সুস্থতা। ইউএসএআইডির ক্যাম্পেইনের মূলবার্তা, প্রাণোচ্ছল, নিজের যত্ন ও মানসিক সুস্থতাকেও সমর্থন করে গানটি।

‘দিগ্বিজয়ী’ গানটি দেখা যাবে ইউএসএআইডি বাংলাদেশের ইউটিউব চ্যানেলে। শিগগির স্পটিফাইসহ অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। লিরিক ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আইএইচআর/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।