আমি ভাবতেই চাই না তিনি নেই: কনকচাঁপা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৪ নভেম্বর ২০২৪
এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। ছবি: ফেসবুক

বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। প্লেব্যাক সম্রাট খ্যাত এ গায়কের সঙ্গে দ্বৈতকণ্ঠে অসংখ্য সিনেমার গান গেয়েছেন কনকচাঁপা। আজ (৪ নভেম্বর) এন্ড্রু কিশোরের জন্মদিন। এ উপলক্ষে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন কনকচাঁপা।

কনকচাঁপা তার পোস্টে লিখেছেন, ‘আমাদের এন্ড্রু কিশোর। আমি বলি গলিত সোনার নহর। তিনি দৈহিক ভাবে কত বছর হয় চলে গেছেন আমি তা গুনি না। ভাবতেই ভালো লাগে না যে তিনি নেই। তার গান আকাশ, বাতাস, পাতাল, নদী, সাগরে ভাসে। আমার তো মনে হয় পৃথিবীর আনাচে কানাচে যেখানেই বাংলা ভাষাভাষী আছেন সেখানেই প্রতি সেকেন্ডেই কারো না কারো কাছে তার গান বাজে, কেউ গায়, কেউ গুণগুণ করে, কেউ শেখার চেষ্টা করে, কেউ তাকে, কেউ তার গান, তার কণ্ঠ নিয়ে গবেষণা করে। আমি ভাবতেই চাই না তিনি নেই, তবুও আমি মানুষ! তার অনুপস্থিতি আমাকে বিষণ্ন করে। হঠাৎ আনমনা হয়ে ভাবি একদিন ওনাকে মজার রান্না করে খাওয়াবো, পরক্ষণেই সম্বিত ফিরে পাই, বাস্তবে ফিরে এসে বুঝি তিনি নেই এবং কী হারালাম!’

আরও পড়ুন:

কনকচাঁপা আরও লিখেছেন, ‘আবারও বলি আমাদের একজন কিশোরদা ছিলেন, যিনি আমাদের অনেক দিয়েছেন কিন্তু আমরা কি তাকে সঠিক সম্মান দিয়েছি? স্টেডিয়ামে বিশাল করে একটা এন্ড্রু কিশোর নাইট করে রাতভর তার গান পেটভরে, হৃদয় ভরে শুনেছি! এখন কোটিবার উচ্চারণ হয় “বড্ড অপূরণীয় ক্ষতি” হয়ে গেলো! তাতে তার আর কিছুই আসে যায় না। যায় কি? শুভ জন্মদিন কিশোরদা’।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।