নতুন অ্যাভেঞ্জার্সে ফিরছেন থ্যানোস

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৪ নভেম্বর ২০২৪

জোশ ব্রোলিন থ্যানোসের ফিরতি সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ারস’ বা ‘অ্যাভেঞ্জার্স ৬’ নির্মিত হবে। সেই ছবি দিয়েই আবারও বড় পর্দায় ফিরে আসতে পারেন থ্যানোস।

সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালের ৭ মে মুক্তি পাবে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ ৬-এর শেষ ছবি হবে এটি।

নিউ ইয়র্ক কমিক কনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রোলিন বলেন, যদি পরিস্থিতি ঠিক থাকে তবে তিনি থ্যানোসের চরিত্রে আবার অভিনয় করতে চান। তিনি জানান, রুশো ভাইয়েরা যদি তাকে ডাকেন তবে তিনি তাদের সাথে কাজ করতে প্রস্তুত।

ব্রোলিন আরও বলেন, ‘থ্যানোস চরিত্রে অভিনয় করা আমার জন্য গুরুত্বপূর্ণ। তবে ফিরে আসার গল্প ও চরিত্রটি যেন সঠিক হয়। দর্শক যেন আমার ফিরে আসা উপভোগ করেন।’

‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ারস’ নির্মিত হবে ‘অ্যাভেঞ্জার্স : ডোমসডে’ বা ‘অ্যাভেঞ্জার্স ৫’ মুক্তির পর। ২০২৬ সালে এটি মুক্তি পাবে। রুশো ভাইয়েরাই দুটি সিনেমা পরিচালনা করবেন।

এর আগে জুলাই মাসে জানানো হয়েছিল যে রবার্ট ডাউনি জুনিয়রও এমসিইউতে ডাক্তার ডুম হিসাবে ফিরবেন। সে বিষয়ে ডাউনি বলেছিলেন, ‘নতুন মাস্ক, একই কাজ। আমি জটিল চরিত্রে অভিনয় করতে পছন্দ করি।’

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।