তিন সিক্যুয়েল নিয়ে চাপে শিহাব শাহীন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৬ এএম, ০৩ নভেম্বর ২০২৪

কদিন আগেই এল ঘোষণা। আফরান নিশোকে নিয়ে নতুন সিনেমা করতে যাচ্ছেন নির্মাতা শিহাব শাহীন। এই মুহূর্তে শুটিং পূর্ববর্তী নানা ব্যস্ততার মধ্যদিয়ে যেতে হচ্ছে তাকে। এরই মধ্যে নায়িকা খুঁজে নাকাল এই নির্মাতা। নিশো সিনেমা ‘দাগী’তে তমা মির্জার পাশাপাশি আরও এক নায়িকাকে নেবেন তিনি। সিনেমার কাজের মধ্যে তার ওপর নতুন চাপ, পূর্ববর্তী সফল তিন সিরিজের সিক্যুয়েলের।

তিন সিক্যুয়েল নিয়ে চাপে শিহাব শাহীন

আলোচিত সিরিজ ‘সিন্ডিকেট’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ও ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজগুলো প্রচারের পর থেকেই দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন দর্শক। তাদের অপেক্ষা বোধহয় কিছুটা বাড়লো। জানা গেছে, সিরিজগুলোর পরের মৌসুম নির্মাণে হাত দিয়েছেন শিহাব শাহীন। তবে কোনো সিরিজ আগে নির্মাণ করবেন তা নিশ্চিত করেননি তিনি।

তিন সিক্যুয়েল নিয়ে চাপে শিহাব শাহীন

বলাই বাহুল্য, আলোচিত ওই কাজগুলো শিহাব শাহীনকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। সেগুলোর সিক্যুয়েল আসছে সামনের বছর। শিহাব শাহীন জাগো নিউজকে বলেন, ‘বেশ কয়েকটা কাজ নিয়ে কথা হচ্ছে। সেগুলো সামনের বছর আসবে। কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না যে, কোনটার কাজে আগে হাত দেব। সবগুলো নিয়ে কথা চলছে।’

তিন সিক্যুয়েল নিয়ে চাপে শিহাব শাহীন

আরও পড়ুন:

যে নির্মাতাদের হাত ধরে যাত্রা শুরু করেছিল দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলি, শিহাব তাদের অন্যতম। তার হাত ধরে দর্শক পেয়েছেন ‘আগস্ট ১৪’, ‘মরীচিকা’, ‘মায়াশালিক’, ‘সিন্ডিকেট’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ থেকে হালের ‘গোলাম মামুন’। এ সিনেমা ও সিরিজ ছিল আলোচিত ও প্রশংসিত। ওটিটিতে এত এত কাজ নির্মাতা হিসেবে শিহাব শাহীনকে দিয়েছে সম্মান।

তিন সিক্যুয়েল নিয়ে চাপে শিহাব শাহীন

তবে ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’-এর পর আর বড়পর্দায় শিহাব শাহীনের সিনেমা পাওয়া যায়নি। অনেক দিন পর তিনি হাত দিলেন বড়পর্দার ছবি ‘দাগী’তে। ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। শিগগিরই ছবির আরও কিছু চমকপ্রদ তথ্য ভক্তদের জানাবেন এই নির্মাতা।

এমআই/আরএমডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।