পুলিশের সঙ্গে ছবি দিয়ে বিপদে ব্যাচেলর পয়েন্টের পাভেল!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

সাইদুর রহমান পাভেল এখন পুরোদস্তুর অভিনেতা। ওপার বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’ ফাইনালে লড়েছেন তিনি। সেখান থেকে বের হয়েই নেমেছেন অভিনয়ে। এখন তিনি অভিনয়ের চেনা মুখ।

জনপ্রিয় সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে তাকে জনপ্রিয়তা এনে দেয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি। যেখানে এই অভিনেতাকে দেখা গেছে নোয়াখালীর বজরা বাজারের জাকির চরিত্রে। যে কিনা মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেয়।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল থেকে হুট করে আলোচনায় পাভেল। তাকে কি গ্রেফতার করা হয়েছে? ফেসবুকের একটি পোস্টের জেরে এমন প্রশ্ন চারদিকে ঘুরপাক খাচ্ছে। পাভেল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় তার দুই দিকে পুলিশ।

ছবিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। পাভেল এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু....।’ আর এ নিয়েই নানা প্রশ্ন। তবে বিভ্রান্ত হলেও খুব সহজেই অনুমান করা যায় এটি নিছক মজা করেই পোস্ট করেছেন তিনি।

ছবিটির প্রসঙ্গে কথা হয় পাভেলের সঙ্গে। তিনি বলেন, ‘মালয়েশিয়ার একটি শোতে গিয়েছিলাম। সেখান থেকে কয়েক দিন আগে ফিরেছি। ফেরার পথে এয়ারপোর্টে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে ছবিটি তোলা। আজ ছবিটি পোস্ট করেছি।’

তিনি বলেন, ‘পোস্ট করার পর মনে হলো ভুলই করলাম। অনেকেই ফোন করছেন, খোঁজ খবর নিচ্ছেন। তবে নিছক মজা করতেই পোস্ট করা।’

বর্তমানে রায়হান রাফীর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের শুটিং করছেন পাভেল। যেখানে দেখা যাবে একসময়ের জনপ্রিয় নায়ক রুবেলকে। সঙ্গে থাকছেন নায়িকা পূজা চেরী। ওটিটি প্লাটফর্ম বঙ্গ-এর প্রযোজনায় নির্মিত হচ্ছে সিরিজটি।

এমআই/এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।