বাবাকে মেসেজ পাঠিয়ে ছেলের আত্মহত্যা
মার্কিন রেসলিং কিংবদন্তি রিক ফ্লেয়ারের সৎছেলে সেবাস্তিয়ান কিডার ২৪ বছর বয়সে মারা গেছেন। গত রোববার (২৭ অক্টোবর) ফ্লেয়ারের সাবেক সঙ্গী এবং কিডারের মা ওয়েন্ডি বার্লো গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তার ছেলে ২৬ অক্টোবর আত্মহত্যা করেছেন।
বার্লো বলেন, ‘আমি বিধ্বস্ত এবং হতবাক। আত্মহত্যার এই প্রবণতা তরুণদের মধ্যে মহামারির মতো ছড়িয়েছে। এটা মানসিক স্বাস্থ্যের মারাত্মক এক ঝুঁকি এখন পৃথিবীর জন্য।’
জানা গেছে, কিডার ২৬ অক্টোবর দুপুরে জর্জিয়ায় নিজ বাড়িতে গুলিতে মারা যান। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
কিডার তার মৃত্যুর ঠিক আগে শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর মধ্যে তাকে একটি গিটার হাতে নিয়ে রেকর্ডিং স্টুডিওতে বসে থাকতে দেখা যায়।
সেবাস্তিয়ান কিডারের জন্মগত বাবা পল। তিনি জানিয়েছেন, ছেলের কাছ থেকে প্রায় ৪টার দিকে একটি বার্তা পেয়েছিলেন তিনি। মৃত্যুর প্রায় আগ মুহূর্তে পাঠানো হয়েছিল সেই বার্তাটি। তাতে কি লেখা ছিল সে বিষয়ে কিছু প্রকাশ করেননি পল। তিনি জানান, ছেলের বার্তা পেয়ে জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। পুলিশ গিয়ে কিডারকে গুলিতে মৃত অবস্থায় পায়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেবাস্তিয়ান কিডারের টেবিল থেকে একটি খাম পেয়েছেন। যার ভেতরে একটি চিরকুট রয়েছে। আর ঘটনাস্থল থেকে একটি স্প্রিংফিল্ড আর্মোরি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।
কিডার ও তার বাবা
৭৫ বছর বয়সী ফ্লেয়ার ১৩ বছরেরও বেশি সময় ধরে কিডারের মা বার্লোর সাথে ছিলেন। গেল সেপ্টেম্বর মাসে তাদের সম্পর্ক ভেঙে গেছে। সেবাস্তিয়ানের মৃত্যুর পর রিক ফ্লেয়ার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মুষড়ে পড়েছেন বলে জানিয়েছেন।
কিডার একজন সংগীতশিল্পী এবং অভিনেতা। সেবাস্তিয়ান নামে তিনি তার প্রথম অ্যালবাম ‘আন্ডার দ্য মুন’ প্রকাশ করেছেন। তিনি বিভিন্ন টিভি এবং চলচ্চিত্রে কাজ করেছেন।
জুন মাসে ‘গুড ডে আটলান্টা’- এর সাথে কথা বলতে গিয়ে কিডার বলেন, তিনি এয়ারোসমিথ, মারুন ৫ এবং মাইকেল জ্যাকসন দ্বারা অনুপ্রাণিত ছিলেন। নিজস্ব ধাঁচে তিন গান লিখতেন।
ফ্লেয়ার এবং বার্লো কিডারের জন্য তাদের সমর্থনের বিষয়ে খোলামেলা ছিলেন। জুন মাসে কিডারের প্রথম মিউজিক ভিডিও প্রকাশিত হলে ফ্লেয়ার ইনস্টাগ্রামে একটি ক্লিপ পোস্ট করেন এবং নতুন অ্যালবামের জন্য তার উচ্ছ্বাস প্রকাশ করেন।
এলএ/এমএস