হাসিনার ‘মনস্টার’ হয়ে ওঠা, ফারুকীর ব্যাখ্যা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৪

সদ্যক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি অডিও ফাঁস হয়েছে। যদিও প্রথমবার ফাঁস হওয়া অডিও নিয়ে যতটা তোলপাড় সৃষ্টি হয়েছিল, এবার ততটা হয়নি। তবে এই অডিওতে যেভাবে হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে মন্তব্য করেছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। নিজের প্রযোজনা সংস্থা ছবিয়ালের ২৫ বছর পূর্তি উদযাপন শেষে আবারও তিনি কথা বলতে শুরু করেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। গতকাল সোমবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘জামায়াতকে যে রকম ৭১’ প্রশ্ন ডিল করতে হইছিলো, এমনকি এখনও হচ্ছে, আওয়ামী লীগকেও ২৪’ এবং তার আগের ১৬ বছরের প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যতো দ্রুত বুঝবে, ততোই তাদের এবং দেশের মঙ্গল।’

হাসিনার ‘মনস্টার’ বা দানব হয়ে ওঠা প্রসঙ্গে ফারুকী লিখেছেন, ‘আপনি ভাব করবেন জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশবাহিনী ধ্বংস করে দেন নাই, এমন কি সেনাবাহিনীর ভিতরে জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এত এত প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’ ফারুকী লিখেছেন, ‘ফোনে এইসব হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও তার পাশে নাই দেখে বুঝলাম, কীভাবে সে মনস্টার হয়ে উঠলো।’

আওয়ামী লীগ আমলের অনিয়ম, নিপীড়ন নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রজনতার পক্ষে অবস্থান নিয়ে সোচ্চার ছিলেন এই চলচ্চিত্র নির্মাতা। তার বানানো সর্বশেষ সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তি পায় গত বছর। তাতে প্রথমবারের মতো অভিনয়ও করেন তিনি। ২০১৬ সালের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার ঘটনার ওপর ভিত্তি করে তার বানানো সিনেমা ‘শনিবার বিকেল’ দেশে সেন্সর ছাড়পত্র পায়নি। দীর্ঘ বিরতির পর সনি লিভ নামের একটি বিদেশি ওটিটিতে মুক্তি পায় ছবিটি, যা এ দেশের মানুষের দেখার সুযোগ ছিল না।

আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।