৯০ দেশের শিল্পীদের সঙ্গে চিরকুটের সুমি
বাংলা সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে ব্যাপক ভূমিকা পালন করছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। এবার ব্যান্ডটির গীতিকার, সুরকার, গায়িকা, শারমিন সুলতানা সুমি দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছেন বিশ্বের বৃহত্তম সংগীত সম্মেলন ওম্যাক্স-এ (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো)।
এ বছর সম্মেলনটি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত হচ্ছে। ২৪ থেকে ২৬ অক্টোবর- তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত সংশ্লিষ্ট ব্যক্তি এ সম্মেলনে অংশ নিচ্ছেন। বিশ্বের বৃহত্তর এ সংগীত উৎসবে খ্যাতিমান সংগীত ব্যক্তিত্বরা মিলিত হন, তারা গানের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করছেন। উৎসবটিকে সারাবিশ্বের সংগীতের বড় বাজারও বলা হয়।
সুমি এর আগে ২০২২ সালে পর্তুগালে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিলেও চলতিবছর প্যানেলিস্ট হিসেবে এ উৎসবে অংশগ্রহণ করেছেন সুমি। ২৫ অক্টোবর এ সম্মেলনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন এ তিনি।
সম্মেলনের আলোচনায় অংশগ্রহণ শেষে ম্যানচেস্টার থেকে সুমী বলেন, ‘বিশ্বমঞ্চে চিরকুটের হয়ে বাংলাদেশের সংগীত নিয়ে প্রতিনিধিত্ব করেছি। এটি আসলেই অনেক সম্মানের। আমি বাংলাদেশের ব্যান্ডশিল্পের কথা যেমন তুলে ধরেছি, আমাদের ব্যান্ড যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারফর্ম করছে তার কথাও তুলে ধরেছি।’
সুমি আরও বলেন, ‘বাংলাগানের ঐতিহ্য-দর্শন তুলে ধরেছি। এ বছরের আয়োজনটা বিশেষ কেননা এটি এ উৎসবে তিনদশকপূর্তী উৎসব। দারুণ ভালো লাগছে বিশ্বসংগীতের নানা গুণীজনের সাথে এ মেলবন্ধনে এক হতে পেরে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।’
শুধু ওমেক্স ই নয়, সুমি জানান, সংগীতময় এ সফরে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনেও অংশ নেবেন তিনি। আসছে ৪ নভেম্বর এ সম্মেলন শুরু হবে। চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
সুমি নরওয়ে যাওয়ার আগে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউকে ম্যানেজমেন্ট কলেজে ছাত্র-ছাত্রীদের সঙ্গে অতিথি হিসেবে একটি বিশেষ সেশনে অংশগ্রহণ করবেন।
এমএমএফ/জেআইএম