চলচ্চিত্র নির্মাণ করবেন গীতিকার মিল্টন খন্দকার


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৮ মে ২০১৬

জনপ্রিয় গীতিকার মিল্টন খন্দকার। অনেক শিল্পীর উত্থান জড়িয়ে আছে তার নামের সঙ্গে। অডিও ইন্ডাস্ট্রিতে তার লেখা গান গেয়ে দীর্ঘ তিন দশক ধরে শ্রোতানন্দিত হয়ে আসছে। মনির খান, পলাশ, নাসির, এসডি রুবেলর মতো নন্দিত শিল্পীরা তার গানে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।

অডিও বাজারের মতোই চলচ্চিত্রেও তিনি বাজিমাত করেছেন গীতিকার হিসেবে। ১৯৯২ সালে ‘ঘেরাও’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ ঘটে মিল্টন খন্দকারের। তারপর উপহার দিয়েছেন ‘লোকে বলে আমি নাকি সুন্দরী’, ‘আমি যে তোমার কে’, ‘পাথরে ফুল ফোটাবো’, ‘একটা টাকা দিয়া যান’, ‘আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে’সহ অসংখ্য জনপ্রিয় গান।

গান লেখার পাশাপাশি সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও সুনাম রয়েছে তার। আর এবার তিনি আত্মপ্রকাশ করছেন আরো এক নতুন পরিচয়ে। তা হলো চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন মিল্টন খন্দকার। তিনি জাগো নিউজকে জানালেন, সংগীতের মানুষ তিনি। সংগীত নিয়েই তার সকল সৃষ্টিশীল ভাবনা। তাই তার চলচ্চিত্র নির্মাণের বিষয়ও হবে সংগীত।

এ সম্পর্কে মিল্টন খন্দকার বলেন, ‘জীবনে অনেক গানের কথা লিখেছি ও সুর করেছি, এখনো করছি এবং আগামীতেও করবো। গানের মানুষ হিসেবে অনেকদিনের ইচ্ছা গান নিয়ে একটা সিনেমা বানাবো। সে ইচ্ছেটাকেই পূরণ করতে চাইছি।’

তিনি আরো বলেন, ‘এখন গল্প লেখার কাজ চলছে। গল্প এখনো শেষ হয়নি। ছবির জন্য বেশ কয়েকটা নাম ভেবে রেখেছি। তবে কোনোটাই চূড়ান্ত নয়। ছবির নাম ও পাত্র পাত্রী সব ঠিক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সবাইকে জানােবো। আমার নতুন পথচলার জন্য সবার কাছে আমি সহযোগিতা এবং সমর্থন চাই।’

এই গীতিকবি জানালেন, ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন আলী আজাদ। আগামী বছর জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।